কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
ধূসর রঙের চেয়ারের ওপর একটি আইডি কার্ড রাখা। কার্ডটি একজন সাংবাদিকের। ২০২২ সালের ২৮ জুন এমনই একটি ছবি নিজের টুইটারে প্রকাশ করেন লিনা আবু আকলেহ। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘বেড়ে উঠছি। প্রতিবছর প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমি শিরিনের সঙ্গে আসতাম। আজ তাঁর বসার জায়গাটি ফাঁকা।’
লিনাকে না চিনলেও সাংবাদিক শিরিনকে অনেকে চেনেন। ২০২২ সালের ১১ মে জেনিন ক্যাম্পে ইসরায়েলি সামরিক অভিযান কভার করার সময় নিহত হন আল জাজিরার ফিলিস্তিনি-আমেরিকান সংবাদদাতা শিরিন আবু আকলেহ। শিরিন ছিলেন লিনা আবু আকলেহের খালা। সংবাদ সংগ্রহের সময় তাঁর খালা নিহত হওয়ার পর ইসরায়েলের কাছে তাঁর জবাব এবং সেই হত্যার বিচার চেয়ে আন্দোলন করতে থাকেন তিনি। লিনা তাঁর খালা হত্যার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে শুরু করেন। সেই বিষণ্ন ও নির্মম হত্যাকাণ্ড তাঁর মানসিক শক্তিকে নষ্ট করতে পারেনি।
লিনা এমন এক ভূখণ্ডে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন, যেখানে মৃত্যু এসে উপস্থিত হতে পারে চোখের নিমেষে। জেনিন ক্যাম্পে সেটা যেমন এসেছিল শিরিন আবু আকলেহর জীবনে। লিনা বলেন, ‘আমার খালা শিরিন যেখানে শেষ করেছেন, আমাদের ঠিক সেখানেই শুরু করতে হবে। আমাদের নারীদের দৃষ্টিভঙ্গি গুরুত্বের সঙ্গে নিতে হবে, যাতে আমরা যা বলছি বা যে তথ্য জানাচ্ছি, সেটা ন্যায়সংগত ও যথার্থ হয়।’
১১ মে ঘটনাস্থলে থাকা শিরিনের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। শিরিনের নিহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে। ইসরায়েল জানায়, যে বন্দুকের গুলিতে শিরিন নিহত হয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বুলেটটি হস্তান্তর না করলে তারা বিষয়টি নিশ্চিত করতে পারবে না। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানায়। এই দোলাচলের মধ্যে লিনা তাঁর খালা নিহত হওয়ার ঘটনা তদন্তের জোর দাবি তোলেন পরিবারকে সঙ্গে নিয়ে। তিনি শুরু থেকেই লড়ে গেছেন খালার হত্যার বিচার ও জবাবদিহির পক্ষে জোর গলায় কথা বলে।
ইসরায়েলের কাছে জবাবদিহির দাবিতে তাঁর বিভিন্ন সাক্ষাৎকার, আন্দোলনসহ বিভিন্ন আয়োজন তাঁর কর্মতৎপরতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে এনেছে। লিনা কয়েক ডজন সাক্ষাৎকার দিয়েছেন এ পর্যন্ত। তিনি এফবিআই তদন্তের জন্য মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে দেখা করেছেন। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। ইসরায়েল শুরু থেকে বলে আসছে, শিরিন ভুলবশত ইসরায়েলি সৈন্যের গুলিতে নিহত হয়েছেন। সেই হত্যাকাণ্ড ‘ইচ্ছাকৃত’ ছিল না। কিন্তু লিনা প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এ ধরনের আচরণের তদন্ত দাবি করেন।
লিনা আবু আকলেহ একজন ফিলিস্তিনি-আর্মেনিয়ান। জেরুজালেমে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি রাজনৈতিক গবেষণায় স্নাতক এবং আন্তর্জাতিক অধ্যয়ন ও মানবাধিকার বিষয়ে স্নাতকোত্তর করেছেন। এখন লিনা ফিলিস্তিনি মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন। তিনি তাঁর খালার কাজগুলোকে সমান গুরুত্বের সঙ্গে বিশ্বের সামনে তুলে ধরছেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব প্যালেস্টাইনে লেখা একটি প্রবন্ধে লিনা তাঁর খালার কাজের কথা তুলে ধরে লেখেন, ‘গত কয়েক সপ্তাহে তাঁর ভয়েস খুব মিস করেছি। তিনি তাঁর ক্যারিয়ারজুড়ে সব প্রধান ফিলিস্তিনি সংবাদ ইভেন্টে যুদ্ধ ও শান্তির মুখ ছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে দ্বিতীয় ইন্তিফাদা, পশ্চিম তীরে, বিশেষ করে জেনিন শরণার্থীশিবিরে সামরিক আগ্রাসন, নির্বাচন (জাতীয় ও আন্তর্জাতিক), গাজার যুদ্ধ, ফিলিস্তিনিদের দৈনন্দিন সংগ্রাম এবং অর্জনগুলোকে তুলে ধরেছেন। ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়ার নেতৃত্বে বিভ্রান্তিমূলক প্রচারণাকে মোকাবিলা করার জন্য তিনি ফিলিস্তিনি জীবনের বাস্তবতা তুলে ধরেছেন।’
শিরিনের কাজের সাক্ষী হয়ে বড় হয়েছেন লিনা। শিরিনকে দেখে তাঁর সাহস ও বিনয়ে অনুপ্রাণিত হয়েছেন তিনি। লিনা লেখেন, ‘যখনই আমাকে জিজ্ঞাসা করা হতো, আমি বড় হয়ে কী হতে চেয়েছিলাম, আমি গর্ব করে উত্তর দিতাম, আমি শিরিনের মতো হতে চাই।’
লিনা আবু আকলেহ স্বজন হারানোর পর তাঁর পরিবারের অনুভূতির কথা বারবার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। লড়াইয়ের মাঠ ছাড়তে রাজি নন তিনি। তাঁর কর্মকাণ্ডের জন্য ‘টাইম ম্যাগাজিন’ ২০২২ সালের উঠতি ১০০ নেতার তালিকায় স্থান দেয় লিনা আবু আকলেহকে।
ধূসর রঙের চেয়ারের ওপর একটি আইডি কার্ড রাখা। কার্ডটি একজন সাংবাদিকের। ২০২২ সালের ২৮ জুন এমনই একটি ছবি নিজের টুইটারে প্রকাশ করেন লিনা আবু আকলেহ। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘বেড়ে উঠছি। প্রতিবছর প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমি শিরিনের সঙ্গে আসতাম। আজ তাঁর বসার জায়গাটি ফাঁকা।’
লিনাকে না চিনলেও সাংবাদিক শিরিনকে অনেকে চেনেন। ২০২২ সালের ১১ মে জেনিন ক্যাম্পে ইসরায়েলি সামরিক অভিযান কভার করার সময় নিহত হন আল জাজিরার ফিলিস্তিনি-আমেরিকান সংবাদদাতা শিরিন আবু আকলেহ। শিরিন ছিলেন লিনা আবু আকলেহের খালা। সংবাদ সংগ্রহের সময় তাঁর খালা নিহত হওয়ার পর ইসরায়েলের কাছে তাঁর জবাব এবং সেই হত্যার বিচার চেয়ে আন্দোলন করতে থাকেন তিনি। লিনা তাঁর খালা হত্যার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে শুরু করেন। সেই বিষণ্ন ও নির্মম হত্যাকাণ্ড তাঁর মানসিক শক্তিকে নষ্ট করতে পারেনি।
লিনা এমন এক ভূখণ্ডে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন, যেখানে মৃত্যু এসে উপস্থিত হতে পারে চোখের নিমেষে। জেনিন ক্যাম্পে সেটা যেমন এসেছিল শিরিন আবু আকলেহর জীবনে। লিনা বলেন, ‘আমার খালা শিরিন যেখানে শেষ করেছেন, আমাদের ঠিক সেখানেই শুরু করতে হবে। আমাদের নারীদের দৃষ্টিভঙ্গি গুরুত্বের সঙ্গে নিতে হবে, যাতে আমরা যা বলছি বা যে তথ্য জানাচ্ছি, সেটা ন্যায়সংগত ও যথার্থ হয়।’
১১ মে ঘটনাস্থলে থাকা শিরিনের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। শিরিনের নিহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে। ইসরায়েল জানায়, যে বন্দুকের গুলিতে শিরিন নিহত হয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বুলেটটি হস্তান্তর না করলে তারা বিষয়টি নিশ্চিত করতে পারবে না। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানায়। এই দোলাচলের মধ্যে লিনা তাঁর খালা নিহত হওয়ার ঘটনা তদন্তের জোর দাবি তোলেন পরিবারকে সঙ্গে নিয়ে। তিনি শুরু থেকেই লড়ে গেছেন খালার হত্যার বিচার ও জবাবদিহির পক্ষে জোর গলায় কথা বলে।
ইসরায়েলের কাছে জবাবদিহির দাবিতে তাঁর বিভিন্ন সাক্ষাৎকার, আন্দোলনসহ বিভিন্ন আয়োজন তাঁর কর্মতৎপরতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে এনেছে। লিনা কয়েক ডজন সাক্ষাৎকার দিয়েছেন এ পর্যন্ত। তিনি এফবিআই তদন্তের জন্য মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে দেখা করেছেন। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। ইসরায়েল শুরু থেকে বলে আসছে, শিরিন ভুলবশত ইসরায়েলি সৈন্যের গুলিতে নিহত হয়েছেন। সেই হত্যাকাণ্ড ‘ইচ্ছাকৃত’ ছিল না। কিন্তু লিনা প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এ ধরনের আচরণের তদন্ত দাবি করেন।
লিনা আবু আকলেহ একজন ফিলিস্তিনি-আর্মেনিয়ান। জেরুজালেমে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি রাজনৈতিক গবেষণায় স্নাতক এবং আন্তর্জাতিক অধ্যয়ন ও মানবাধিকার বিষয়ে স্নাতকোত্তর করেছেন। এখন লিনা ফিলিস্তিনি মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন। তিনি তাঁর খালার কাজগুলোকে সমান গুরুত্বের সঙ্গে বিশ্বের সামনে তুলে ধরছেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব প্যালেস্টাইনে লেখা একটি প্রবন্ধে লিনা তাঁর খালার কাজের কথা তুলে ধরে লেখেন, ‘গত কয়েক সপ্তাহে তাঁর ভয়েস খুব মিস করেছি। তিনি তাঁর ক্যারিয়ারজুড়ে সব প্রধান ফিলিস্তিনি সংবাদ ইভেন্টে যুদ্ধ ও শান্তির মুখ ছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে দ্বিতীয় ইন্তিফাদা, পশ্চিম তীরে, বিশেষ করে জেনিন শরণার্থীশিবিরে সামরিক আগ্রাসন, নির্বাচন (জাতীয় ও আন্তর্জাতিক), গাজার যুদ্ধ, ফিলিস্তিনিদের দৈনন্দিন সংগ্রাম এবং অর্জনগুলোকে তুলে ধরেছেন। ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়ার নেতৃত্বে বিভ্রান্তিমূলক প্রচারণাকে মোকাবিলা করার জন্য তিনি ফিলিস্তিনি জীবনের বাস্তবতা তুলে ধরেছেন।’
শিরিনের কাজের সাক্ষী হয়ে বড় হয়েছেন লিনা। শিরিনকে দেখে তাঁর সাহস ও বিনয়ে অনুপ্রাণিত হয়েছেন তিনি। লিনা লেখেন, ‘যখনই আমাকে জিজ্ঞাসা করা হতো, আমি বড় হয়ে কী হতে চেয়েছিলাম, আমি গর্ব করে উত্তর দিতাম, আমি শিরিনের মতো হতে চাই।’
লিনা আবু আকলেহ স্বজন হারানোর পর তাঁর পরিবারের অনুভূতির কথা বারবার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। লড়াইয়ের মাঠ ছাড়তে রাজি নন তিনি। তাঁর কর্মকাণ্ডের জন্য ‘টাইম ম্যাগাজিন’ ২০২২ সালের উঠতি ১০০ নেতার তালিকায় স্থান দেয় লিনা আবু আকলেহকে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্ট্রুন মজল ফ্রস্টাডোত্তির। ৩৬ বছর বয়সে তিনি আইসল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এদিকে নিজের দেশ থেকে নির্বাসিত হয়ে দেশে ফিরে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন নামিবিয়ার সাবেক
৪ দিন আগেআমি এইচএসসি পরীক্ষার্থী। আমার বাবা-মা প্রায় চার বছর ধরে আলাদা থাকছেন। বাবা একাধিক নারীতে আসক্ত ছিলেন। সে কারণে মাকে মারধর করতেন। শেষমেশ মা বাড়ি ছেড়ে চলে আসেন। এর পর থেকে বাবা আমার খরচ দেওয়া বন্ধ করে দেন। তবে কখনো কখনো পারিবারিক চাপের কারণে কিছু দেন, আবার বন্ধ করে দেন।
৪ দিন আগেতার কোনো সাম্রাজ্য নেই, রাজপ্রাসাদ নেই। কখনো স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন বানানো, কখনো বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা উপলব্ধি, কখনো ইভ টিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা গড়ে তোলাতেই তার আগ্রহ বেশি। মেয়েটির নাম মীনা। আমরা জানি না মীনার বয়স কত, তার বাড়ি কোথায়। কোথায় সেই
৪ দিন আগেদক্ষিণ আফ্রিকার সমাজকর্মী, রাজনীতিবিদ ও বর্ণবাদবিরোধী সংগ্রামের নেত্রী উইনি ম্যান্ডেলা। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যবিরোধী সংগ্রামের এক কিংবদন্তি চরিত্র। তিনি নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী। যখন ম্যান্ডেলা প্রায় ২৭ বছর কারাবন্দী ছিলেন, তখন উইনি বাইরে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
৪ দিন আগে