হিমেল চাকমা, রাঙামাটি
২০১৮ সালে শখের বশে বাড়ির আঙিনায় দুটি রাম্বুটান ফলের চারা লাগিয়েছিলেন রাঙামাটির মগবান ইউনিয়নের হ্যাপী চাকমা (৪৫)। গত বছর থেকে সেই গাছে ফল ধরতে শুরু করেছে। আর এ বছর ফলে নুয়ে পড়েছে গাছের ডাল। একটি গাছে ফল ধরেছে প্রায় এক মণ, যার স্থানীয় বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। ফল ধরার দ্বিতীয় বছরের মাথায় কোনো পরিচর্যা ছাড়াই এমন ফলনে অবাক হয়েছেন হ্যাপী চাকমা।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন হ্যাপী চাকমা। বাড়ি ছাড়া নিজের বিদ্যালয়েও রোপণ করেছিলেন রাম্বুটানের চারা। কিন্তু সেটি বাঁচেনি। বেঁচে আছে বাড়ির আঙিনার গাছ দুটি। সে দুটিতেই ধরেছে ফল। হ্যাপী চাকমা জানিয়েছেন, অনেক ফল কাঁচা অবস্থায় ঝরে পড়েছে। না হলে পরিমাণ হতো প্রায় দ্বিগুণ। ফল ঝরে পড়া রোধ করা গেলে পাহাড়ে রাম্বুটানের ফলন আরও বাড়বে বলে আশা তাঁর।
নিজের গাছে ধরা রাম্বুটান বিক্রি করবেন না বলে জানিয়েছেন হ্যাপী। প্রতিবেশী বন্ধুদের মাঝে বিতরণ করে তার গুণাগুণ পরীক্ষা করবেন তিনি। হ্যাপী মনে করেন, পাহাড়ের সব জায়গায় এই ফলের চাষ হওয়ার সম্ভাবনা আছে। কারণ, পাহাড়ের অধিকাংশ জায়গার মাটি একই রকম।
একসময় স্থানীয় বাজারে এই ফল প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হতো। এখন পাহাড়ে এর চাষ বাড়ায় কমে এসেছে দাম। বর্তমানে আকারভেদে ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি রাম্বুটান।
হ্যাপী চাকমার প্রতিবেশী দিপালী চাকমা (৪০) জানিয়েছেন, ফলটি এখনো অনেকের কাছে নতুন। দেখতে বেশ লোভনীয়।
রাঙামাটি জেলা কৃষি বিভাগ বলছে, জেলায় এ পর্যন্ত ৩ হেক্টর জমিতে রাম্বুটানের বাগান করা হয়েছে। পাহাড়ের মাটি এই ফল চাষে উপযোগী হওয়ায় ভবিষ্যতে চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাঙামাটি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা জানিয়েছেন, পাহাড়ের মাটিতে এখন রাম্বুটানের সফল চাষ হচ্ছে। ফলের আকারও বড় হচ্ছে এবং মিষ্টতাও চমৎকার। যাঁরা রাম্বুটান চাষে আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের জেলা কৃষি অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।
রাঙামাটিতে এ বছর রাম্বুটান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ টন। রাঙামাটির বন্দুকভাঙ্গা, বালুখালী ও নানিয়ারচর এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রাম্বুটান।
২০১৮ সালে শখের বশে বাড়ির আঙিনায় দুটি রাম্বুটান ফলের চারা লাগিয়েছিলেন রাঙামাটির মগবান ইউনিয়নের হ্যাপী চাকমা (৪৫)। গত বছর থেকে সেই গাছে ফল ধরতে শুরু করেছে। আর এ বছর ফলে নুয়ে পড়েছে গাছের ডাল। একটি গাছে ফল ধরেছে প্রায় এক মণ, যার স্থানীয় বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। ফল ধরার দ্বিতীয় বছরের মাথায় কোনো পরিচর্যা ছাড়াই এমন ফলনে অবাক হয়েছেন হ্যাপী চাকমা।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন হ্যাপী চাকমা। বাড়ি ছাড়া নিজের বিদ্যালয়েও রোপণ করেছিলেন রাম্বুটানের চারা। কিন্তু সেটি বাঁচেনি। বেঁচে আছে বাড়ির আঙিনার গাছ দুটি। সে দুটিতেই ধরেছে ফল। হ্যাপী চাকমা জানিয়েছেন, অনেক ফল কাঁচা অবস্থায় ঝরে পড়েছে। না হলে পরিমাণ হতো প্রায় দ্বিগুণ। ফল ঝরে পড়া রোধ করা গেলে পাহাড়ে রাম্বুটানের ফলন আরও বাড়বে বলে আশা তাঁর।
নিজের গাছে ধরা রাম্বুটান বিক্রি করবেন না বলে জানিয়েছেন হ্যাপী। প্রতিবেশী বন্ধুদের মাঝে বিতরণ করে তার গুণাগুণ পরীক্ষা করবেন তিনি। হ্যাপী মনে করেন, পাহাড়ের সব জায়গায় এই ফলের চাষ হওয়ার সম্ভাবনা আছে। কারণ, পাহাড়ের অধিকাংশ জায়গার মাটি একই রকম।
একসময় স্থানীয় বাজারে এই ফল প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হতো। এখন পাহাড়ে এর চাষ বাড়ায় কমে এসেছে দাম। বর্তমানে আকারভেদে ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি রাম্বুটান।
হ্যাপী চাকমার প্রতিবেশী দিপালী চাকমা (৪০) জানিয়েছেন, ফলটি এখনো অনেকের কাছে নতুন। দেখতে বেশ লোভনীয়।
রাঙামাটি জেলা কৃষি বিভাগ বলছে, জেলায় এ পর্যন্ত ৩ হেক্টর জমিতে রাম্বুটানের বাগান করা হয়েছে। পাহাড়ের মাটি এই ফল চাষে উপযোগী হওয়ায় ভবিষ্যতে চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাঙামাটি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা জানিয়েছেন, পাহাড়ের মাটিতে এখন রাম্বুটানের সফল চাষ হচ্ছে। ফলের আকারও বড় হচ্ছে এবং মিষ্টতাও চমৎকার। যাঁরা রাম্বুটান চাষে আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের জেলা কৃষি অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।
রাঙামাটিতে এ বছর রাম্বুটান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ টন। রাঙামাটির বন্দুকভাঙ্গা, বালুখালী ও নানিয়ারচর এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রাম্বুটান।
দেশে সবকিছু নিয়ে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিন্তু নারীদের নিরাপত্তা, তাঁদের অধিকার, তাঁদের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে কতটুকু কথা হচ্ছে? নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে নারীদের অংশগ্রহণের বিষয়টি কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? রাজনৈতিক দলগুলোতে নারী নেতৃত্বের...
১ দিন আগে১২ আগস্ট মঙ্গলবার, সকালেই এক গভীর শূন্যতা নেমে এল চারপাশে। অধ্যাপক মাহফুজা খানম আর নেই! বুকের ভেতর যেন এক অপার শূন্যতার ঢেউ আছড়ে পড়ল। মানুষ চলে গেলে পৃথিবী তো থেমে যায় না, আকাশের রংও বদলায় না, রাস্তাঘাটে মানুষের ভিড় থাকে। কিন্তু আমাদের ভেতরের পৃথিবী থেমে যায়। আমার কাছে তিনি শুধু একজন খ্যাতিমান..
১ দিন আগেযুদ্ধের উত্তাপে জর্জরিত গাজায় প্রতিটি মুহূর্তে মৃত্যুর ছায়া ঘোরে। তবু সেখানে নতুন প্রাণের আশা যেন এক অনন্য বিজয়। গাজার আসসাহাবা মেডিকেল কমপ্লেক্সের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসক, নার্স আর ইন্টার্নরা এই জীবন ও মৃত্যুর এক অপরিহার্য সম্পর্কের সাক্ষী হয়ে ওঠেন প্রতিনিয়ত। সেখানে অনিশ্চিত নিকষ কালো..
১ দিন আগেআমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি। একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল কলেজজীবন থেকে। সে এখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের কথা বন্ধ হয়ে যায় এক বছর আগে তার ইচ্ছাতেই। এ ঘটনায় আমি খুবই বিষণ্ন হয়ে যাই। পরে তা কাটিয়ে উঠি। কিছুদিন আগে সে আমাকে হোয়াটসঅ্যাপে আনব্লক করে, স্টোরি দেখে...
১ দিন আগে