
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই হিব্রু বাইবেল। আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবি এটি নিলামে তোলে।

ভেনেজুয়েলার লেক মারাকাইবোকে অনেকেই পরিচয় করিয়ে দেন বজ্রপাত বা বজ্রঝড়ের রাজধানী হিসেবে। বছরে ৩০০ দিনের কাছাকাছি বজ্রঝড় হয় এখানে। শুধু তাই নয়, এখানকার বিদ্যুতের খেলা দেখতে অনেক পর্যটকও হাজির হোন জায়গাটিতে।

কাশ্মীর এখন ভ্রমণ গন্তব্য হিসেবে বাংলাদেশের মানুষের খুব পছন্দের এক জায়গা। তবে যাঁরা কাশ্মীর ভ্রমণে যান, তাঁদের অনেকেরই হয়তো জানা নেই সেখানে বাংলাদেশ নামে একটি গ্রাম আছে। কাশ্মীরের বান্দিপোরা শহর থেকে মোটামুটি কিলোমিটার তিরিশেক দূরে এর অবস্থান।

একদল বানরের কথা ভাবুন তো, যারা দিনভর শীতের মধ্যে হটটাবে আয়েশ করে ডোবাডুবি করে বেড়ায়। সত্যি এমন সৌভাগ্যবান বানর আছে। অবশ্য এদের দেখা পেতে আপনাকে যেতে হবে জাপানের নাগানো অঞ্চলে। আর বানরদের এই হটটাবগুলো কিন্তু আকারে বিশাল। কারণ এগুলো আসলে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ।