Ajker Patrika

এক টিকটক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয়, চাকরিই ছাড়লেন শিক্ষিকা

এক টিকটক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয়, চাকরিই ছাড়লেন শিক্ষিকা

চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন! 

চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। 

একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়। 

মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি। 

চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন। 

হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’ 

ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন। 

হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে। 

লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন। 

এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত