খোলা আকাশের নিচে কাটাবেন রাত, গুনতে হবে ৩৮ হাজার টাকা
ভাবতে পারেন এমন একটি হোটেলের কথা, যেখানে কোনো দেয়াল নেই, নেই ছাদ। থাকতে হয় একেবারে খোলা আকাশের নিচে। তার পরও সেখানে একটা রাত কাটানোর জন্য আগ্রহী মানুষের অভাব নেই। ইউরোপের দেশ সুইজারল্যান্ডে দেখা পাবেন এমন হোটেলের।