২০০৯ সালে প্রথম পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তুরস্কের সুলতান কোসেনের। তাঁর এ অন্তর্ভুক্তির মাধ্যমে ২০ বছরের বেশি সময় পরে আবার ৮ ফুটের বেশি দৈর্ঘ্যের কাউকে দীর্ঘতম মানুষ হিসেবে পেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
প্রকৃতপক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইতিহাসে ৮ ফুট কিংবা এর বেশি দৈর্ঘ্যের ১০ জন মানুষের তথ্য আছে। ২০০৯ সালে যখন দৈর্ঘ্য মাপা হয় তখন সুলতান কোসেনের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ১ ইঞ্চি। দুই বছর পর যখন মাপা হয়, তখন তাঁর উচ্চতা বেড়ে দাঁড়ায় ৮ ফুট ২.৮ ইঞ্চিতে (২৫১ সেন্টিমিটার)। সুলতান কোসেনের বর্তমান দৈর্ঘ্য এটিই।
বেড়ে ওঠা
১৯৮২ সালের ১০ ডিসেম্বর সুলতানের জন্ম। বয়স ১০ হওয়ার আগ পর্যন্ত তাঁর উচ্চতার এ অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়নি। পরিবারের বাকি সদস্যরা, অর্থাৎ মা-বাবা ও চার ভাইবোনের আকার কিন্তু স্বাভাবিক।
সুলতানের এই অসাধারণ উচ্চতা ও অস্বাভাবিক বৃদ্ধিতে মূল ভূমিকা শরীরের বৃদ্ধির জন্য যে হরমোন দায়ী এর অতিরিক্ত উৎপাদন। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোন নিঃসৃত হয়। উদাহরণ হিসেবে কোনো টিউমারের কারণে যদি গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হরমোন ছাড়বে। সুলতান কোসেনের ক্ষেত্রেও একটি টিউমারই এ ঘটনার জন্য দায়ী।
অস্বাভাবিক উচ্চতার কারণে স্কুলের পড়ালেখা শেষ করতে পারেননি সুলতান। বরং কৃষিকাজ শুরু করেন পরিবারকে সহায়তা করতে। এ সময় তাঁর মাপের পোশাক ও জুতা খুঁজে পাওয়া ছিল মুশকিল। এমনকি সাধারণ আকারের গাড়িতেও শরীর ঢোকাতে কষ্ট হতো। কিশোর বয়সে গালাতসরাই বাস্কেটবল টিমে যোগ দেন। তবে অতিরিক্ত উচ্চতার কারণে এখানেও মানিয়ে নিতে সমস্যা হয়। এখনো খেলাটির ভক্ত তিনি।
আরও রেকর্ড
জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে লম্বা হাতের রেকর্ডও সুলতানের। প্রতিটির দৈর্ঘ্য কবজি থেকে মধ্যমার ডগা পর্যন্ত ১১.২২ ইঞ্চি বা ২৮.৫ সেন্টিমিটার। জীবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘতম পা-ও ছিল একসময় তাঁর। এখন অবশ্য ওই রেকর্ড ভেঙে গেছে। ২০০৯ সালে লন্ডনে প্রথম ভ্রমণের সময় সুলতান আশা করেন নতুন এ জনপ্রিয়তা তাঁর জীবন বদলে দেবে, আর একজন স্ত্রী খুঁজে পেতেও সাহায্য করবে। তিনি জানান, মেয়েরা তাঁকে দেখলে ভয় পান। আশা করা যায়, এবার অবস্থা বদলাবে।
অস্ত্রোপচার
পরের বছরগুলোতে তাঁর জীবনের অনেক কিছুই বদলায়। অতিরিক্ত বৃদ্ধি আটকাতে ও টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হয় তাঁর। এটি করাতে নিজের গাঁটের পয়সা খরচ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ২০১০ সালের আগস্টে তাঁর এই অপারেশনের ব্যবস্থা করে দেয়। তেমনি বিশেষ ব্যবস্থায় দোকানগুলো তাঁর পোশাক তৈরি করে দিতে শুরু করে। পৃথিবীর নানা প্রান্তে ভ্রমণেরও সুযোগ মেলে। শেষ পর্যন্ত ২০১৩ সালের অক্টোবরে বিয়ে করার স্বপ্ন পূরণ হয় সুলতানের।
সুলতান ও মার্ভে
সুলতানের স্ত্রীর নাম মার্ভে দিবো। সুলতানের থেকে ৯ বছরের ছোট দিবোর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। দুজনেরই বন্ধু এমন একজনের মাধ্যমে তাঁদের পরিচয়। সিরিয়ার হাসাকির বাড়ি থেকে তুরস্কের দেদে কয়ে সুলতানের বাড়িতে হাজির হন তিনি। দুই মাস পর বিয়ে হয় দুজনের। বিয়ের পর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিসহ দেড় হাজার অতিথি।
এখন কী করছেন
অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর হলিউডি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের আমন্ত্রণ পান সুলতান কোসেন। ২০১৬ সালে প্রথম ‘অ্যাচিভিং দ্য ইম্পসিবল’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। বলা চলে ,২০০৯ সালে গিনেস রেকর্ডসে নাম ওঠার পর ধীরে ধীরে অনেক স্বপ্নই পূরণ হয়েছে তাঁর। এর মধ্যে আছে জীবন বাঁচানো সেই অস্ত্রোপচার, বিয়ে ইত্যাদি। গত বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে নিজের ৪০তম জন্মদিন উদ্যাপন করেন তিনি। ইতিমধ্যে ১২৫টির বেশি দেশে ভ্রমণ করেছেন সুলতান কোসেন। বাকি দেশগুলোও ভ্রমণ করতে চান তিনি। তাঁর গল্প পৃথিবীর অনেক মানুষের কাছেই এখন অনুপ্রেরণার উৎস।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
২০০৯ সালে প্রথম পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তুরস্কের সুলতান কোসেনের। তাঁর এ অন্তর্ভুক্তির মাধ্যমে ২০ বছরের বেশি সময় পরে আবার ৮ ফুটের বেশি দৈর্ঘ্যের কাউকে দীর্ঘতম মানুষ হিসেবে পেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
প্রকৃতপক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইতিহাসে ৮ ফুট কিংবা এর বেশি দৈর্ঘ্যের ১০ জন মানুষের তথ্য আছে। ২০০৯ সালে যখন দৈর্ঘ্য মাপা হয় তখন সুলতান কোসেনের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ১ ইঞ্চি। দুই বছর পর যখন মাপা হয়, তখন তাঁর উচ্চতা বেড়ে দাঁড়ায় ৮ ফুট ২.৮ ইঞ্চিতে (২৫১ সেন্টিমিটার)। সুলতান কোসেনের বর্তমান দৈর্ঘ্য এটিই।
বেড়ে ওঠা
১৯৮২ সালের ১০ ডিসেম্বর সুলতানের জন্ম। বয়স ১০ হওয়ার আগ পর্যন্ত তাঁর উচ্চতার এ অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়নি। পরিবারের বাকি সদস্যরা, অর্থাৎ মা-বাবা ও চার ভাইবোনের আকার কিন্তু স্বাভাবিক।
সুলতানের এই অসাধারণ উচ্চতা ও অস্বাভাবিক বৃদ্ধিতে মূল ভূমিকা শরীরের বৃদ্ধির জন্য যে হরমোন দায়ী এর অতিরিক্ত উৎপাদন। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোন নিঃসৃত হয়। উদাহরণ হিসেবে কোনো টিউমারের কারণে যদি গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হরমোন ছাড়বে। সুলতান কোসেনের ক্ষেত্রেও একটি টিউমারই এ ঘটনার জন্য দায়ী।
অস্বাভাবিক উচ্চতার কারণে স্কুলের পড়ালেখা শেষ করতে পারেননি সুলতান। বরং কৃষিকাজ শুরু করেন পরিবারকে সহায়তা করতে। এ সময় তাঁর মাপের পোশাক ও জুতা খুঁজে পাওয়া ছিল মুশকিল। এমনকি সাধারণ আকারের গাড়িতেও শরীর ঢোকাতে কষ্ট হতো। কিশোর বয়সে গালাতসরাই বাস্কেটবল টিমে যোগ দেন। তবে অতিরিক্ত উচ্চতার কারণে এখানেও মানিয়ে নিতে সমস্যা হয়। এখনো খেলাটির ভক্ত তিনি।
আরও রেকর্ড
জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে লম্বা হাতের রেকর্ডও সুলতানের। প্রতিটির দৈর্ঘ্য কবজি থেকে মধ্যমার ডগা পর্যন্ত ১১.২২ ইঞ্চি বা ২৮.৫ সেন্টিমিটার। জীবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘতম পা-ও ছিল একসময় তাঁর। এখন অবশ্য ওই রেকর্ড ভেঙে গেছে। ২০০৯ সালে লন্ডনে প্রথম ভ্রমণের সময় সুলতান আশা করেন নতুন এ জনপ্রিয়তা তাঁর জীবন বদলে দেবে, আর একজন স্ত্রী খুঁজে পেতেও সাহায্য করবে। তিনি জানান, মেয়েরা তাঁকে দেখলে ভয় পান। আশা করা যায়, এবার অবস্থা বদলাবে।
অস্ত্রোপচার
পরের বছরগুলোতে তাঁর জীবনের অনেক কিছুই বদলায়। অতিরিক্ত বৃদ্ধি আটকাতে ও টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হয় তাঁর। এটি করাতে নিজের গাঁটের পয়সা খরচ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ২০১০ সালের আগস্টে তাঁর এই অপারেশনের ব্যবস্থা করে দেয়। তেমনি বিশেষ ব্যবস্থায় দোকানগুলো তাঁর পোশাক তৈরি করে দিতে শুরু করে। পৃথিবীর নানা প্রান্তে ভ্রমণেরও সুযোগ মেলে। শেষ পর্যন্ত ২০১৩ সালের অক্টোবরে বিয়ে করার স্বপ্ন পূরণ হয় সুলতানের।
সুলতান ও মার্ভে
সুলতানের স্ত্রীর নাম মার্ভে দিবো। সুলতানের থেকে ৯ বছরের ছোট দিবোর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। দুজনেরই বন্ধু এমন একজনের মাধ্যমে তাঁদের পরিচয়। সিরিয়ার হাসাকির বাড়ি থেকে তুরস্কের দেদে কয়ে সুলতানের বাড়িতে হাজির হন তিনি। দুই মাস পর বিয়ে হয় দুজনের। বিয়ের পর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিসহ দেড় হাজার অতিথি।
এখন কী করছেন
অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর হলিউডি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের আমন্ত্রণ পান সুলতান কোসেন। ২০১৬ সালে প্রথম ‘অ্যাচিভিং দ্য ইম্পসিবল’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। বলা চলে ,২০০৯ সালে গিনেস রেকর্ডসে নাম ওঠার পর ধীরে ধীরে অনেক স্বপ্নই পূরণ হয়েছে তাঁর। এর মধ্যে আছে জীবন বাঁচানো সেই অস্ত্রোপচার, বিয়ে ইত্যাদি। গত বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে নিজের ৪০তম জন্মদিন উদ্যাপন করেন তিনি। ইতিমধ্যে ১২৫টির বেশি দেশে ভ্রমণ করেছেন সুলতান কোসেন। বাকি দেশগুলোও ভ্রমণ করতে চান তিনি। তাঁর গল্প পৃথিবীর অনেক মানুষের কাছেই এখন অনুপ্রেরণার উৎস।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে