গোলাম ওয়াদুদ, ঢাকা
আজ ৮ মে, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গাধা নিয়ে শোরগোল চলছে। আজ নাকি বিশ্ব গাধা দিবস। ফেসবুকে যে যাকে পারছে মেনশন দিচ্ছে। বন্ধু-বান্ধবকে মেনশন দিয়ে গাধা বানানোর মজার চেষ্টায় মেতেছেন অনেকে। গাধার জন্য আবার কিসের দিবস—এমন আলোচনাও চলছে।
গাধা দিবস কীভাবে এল—এ বিষয়ে আগে জেনে নিই। গাধা দিবসের প্রতিষ্ঠাতা প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক। গাধা সমাজের মানুষের জন্য যে পরিশ্রম করছে বা অবদান রাখছে, তার কোনো স্বীকৃতি নেই— এই ভাবনা থেকে গাধা দিবস পালনের চিন্তা করেন তিনি। আর্ক রাজিক মরু প্রাণীর গবেষক। ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছরের ৮ মে সর্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস।
নির্বুদ্ধিতা বোঝাতে বাংলায় গর্দভ বা গাধা শব্দটি ব্যবহার করা হয়। তো এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুকে গাধা দিবসের শুভেচ্ছা জানিয়ে মজা নেওয়া হচ্ছে। কিন্তু অনেকে জানেন না, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির শাসন ক্ষমতায় থাকা দলের প্রতীক হলো গাধা। প্রশ্ন হলো, নির্বোধ একটা প্রাণীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টির প্রতীক কেন? আমরা আমেরিকার কিছু দেখলেই বা জানলেই সেটা মহান করে বা ‘পশ’ হিসেবে দেখি। তাহলে গাধাকে হেয় করবেন কেন? সেই গাধা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।
মার্কিন মুলুকের প্রেসিডেন্ট জো বাইডেন সকাল-বিকেল গাধা নিয়েই থাকেন। নির্বাচনে জয়ের জন্য গাধাই তাঁর আশীর্বাদ। আপনাদের মতে ধরলাম, গাধা আসলেই গাধা। তাহলে অন্য যে বুদ্ধিমান প্রাণী আছে আপনাদের মতে যেমন, হাতি, শিয়াল, ঘোড়া, বাঘ— এগুলোর কোনোটাই তো বাইডেন নেননি। আসলে আপনারা গাধাকে গাধা ভাবলেও ডেমোক্র্যাটরা এটার মধ্যে অন্য শক্তি, আলো পেয়েছেন।
হোয়াইট হাউসে উড়তে থাকা গাধার সংখ্যা জানা আছে আপনার? হয়তো আছে, নয়তো নেই। পৃথিবীতে গাধার সংখ্যা প্রায় ৫ কোটি। সবচেয়ে বেশি চীনে। চীনে এত গাধা থেকেও জ্ঞানে-বিজ্ঞানে বুদ্ধি-সুদ্ধিতে এগিয়ে। এখান থেকেও বিষয়টা স্পষ্ট যে, গাধা আমাদের মতো অতটা গর্দভ নয়। আমরা যদি গাধার মতোও হতাম, তাহলে চীনের মতো আমরাও তরতর করে এগিয়ে যেতাম।
আপনার আমার চেয়ে গাধার মস্তিষ্কও অনেক শার্প। একবার কোনো পথ দিয়ে গেলে সেই পথের কথা মনে থাকে গাধার। পথ চিনে চলতে পারে তারা। অন্যদিকে আমরা অনেকে এক রাস্তায় অনেকবার গিয়েও ভুলে যাই।
গাধা পরিষ্কার থাকতে পছন্দ করে। নিজেরা দেখতে কেমন, সে ব্যাপারে গুরুত্ব দেয় এই প্রাণীটি। একটি গাধার সঙ্গীকে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন প্রাণীটি কষ্ট পায়। ভালোবাসা মমত্ববোধও আছে তাদের।
বিশ্বে ১৮৬ বা এর চেয়ে বেশি ধরনের গাধা আছে। এ প্রাণীটির শ্রবণশক্তি এতই বেশি যে, অনেক দূর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে সহজেই।
আসুন, গাধাকে আমাদের মতো অতট গাধা না ভাবি। মগজে আনি, গাধা আছে মার্কিন মুলুকের কেন্দ্রবিন্দুতে। আবার সবচেয়ে বেশি গাধা নিয়েও এগিয়ে চীন। গাধাকে দেখে শিখি, কীভাবে মানুষের উপকার করতে হয়।
লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা
আজ ৮ মে, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গাধা নিয়ে শোরগোল চলছে। আজ নাকি বিশ্ব গাধা দিবস। ফেসবুকে যে যাকে পারছে মেনশন দিচ্ছে। বন্ধু-বান্ধবকে মেনশন দিয়ে গাধা বানানোর মজার চেষ্টায় মেতেছেন অনেকে। গাধার জন্য আবার কিসের দিবস—এমন আলোচনাও চলছে।
গাধা দিবস কীভাবে এল—এ বিষয়ে আগে জেনে নিই। গাধা দিবসের প্রতিষ্ঠাতা প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক। গাধা সমাজের মানুষের জন্য যে পরিশ্রম করছে বা অবদান রাখছে, তার কোনো স্বীকৃতি নেই— এই ভাবনা থেকে গাধা দিবস পালনের চিন্তা করেন তিনি। আর্ক রাজিক মরু প্রাণীর গবেষক। ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছরের ৮ মে সর্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস।
নির্বুদ্ধিতা বোঝাতে বাংলায় গর্দভ বা গাধা শব্দটি ব্যবহার করা হয়। তো এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুকে গাধা দিবসের শুভেচ্ছা জানিয়ে মজা নেওয়া হচ্ছে। কিন্তু অনেকে জানেন না, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির শাসন ক্ষমতায় থাকা দলের প্রতীক হলো গাধা। প্রশ্ন হলো, নির্বোধ একটা প্রাণীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টির প্রতীক কেন? আমরা আমেরিকার কিছু দেখলেই বা জানলেই সেটা মহান করে বা ‘পশ’ হিসেবে দেখি। তাহলে গাধাকে হেয় করবেন কেন? সেই গাধা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।
মার্কিন মুলুকের প্রেসিডেন্ট জো বাইডেন সকাল-বিকেল গাধা নিয়েই থাকেন। নির্বাচনে জয়ের জন্য গাধাই তাঁর আশীর্বাদ। আপনাদের মতে ধরলাম, গাধা আসলেই গাধা। তাহলে অন্য যে বুদ্ধিমান প্রাণী আছে আপনাদের মতে যেমন, হাতি, শিয়াল, ঘোড়া, বাঘ— এগুলোর কোনোটাই তো বাইডেন নেননি। আসলে আপনারা গাধাকে গাধা ভাবলেও ডেমোক্র্যাটরা এটার মধ্যে অন্য শক্তি, আলো পেয়েছেন।
হোয়াইট হাউসে উড়তে থাকা গাধার সংখ্যা জানা আছে আপনার? হয়তো আছে, নয়তো নেই। পৃথিবীতে গাধার সংখ্যা প্রায় ৫ কোটি। সবচেয়ে বেশি চীনে। চীনে এত গাধা থেকেও জ্ঞানে-বিজ্ঞানে বুদ্ধি-সুদ্ধিতে এগিয়ে। এখান থেকেও বিষয়টা স্পষ্ট যে, গাধা আমাদের মতো অতটা গর্দভ নয়। আমরা যদি গাধার মতোও হতাম, তাহলে চীনের মতো আমরাও তরতর করে এগিয়ে যেতাম।
আপনার আমার চেয়ে গাধার মস্তিষ্কও অনেক শার্প। একবার কোনো পথ দিয়ে গেলে সেই পথের কথা মনে থাকে গাধার। পথ চিনে চলতে পারে তারা। অন্যদিকে আমরা অনেকে এক রাস্তায় অনেকবার গিয়েও ভুলে যাই।
গাধা পরিষ্কার থাকতে পছন্দ করে। নিজেরা দেখতে কেমন, সে ব্যাপারে গুরুত্ব দেয় এই প্রাণীটি। একটি গাধার সঙ্গীকে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন প্রাণীটি কষ্ট পায়। ভালোবাসা মমত্ববোধও আছে তাদের।
বিশ্বে ১৮৬ বা এর চেয়ে বেশি ধরনের গাধা আছে। এ প্রাণীটির শ্রবণশক্তি এতই বেশি যে, অনেক দূর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে সহজেই।
আসুন, গাধাকে আমাদের মতো অতট গাধা না ভাবি। মগজে আনি, গাধা আছে মার্কিন মুলুকের কেন্দ্রবিন্দুতে। আবার সবচেয়ে বেশি গাধা নিয়েও এগিয়ে চীন। গাধাকে দেখে শিখি, কীভাবে মানুষের উপকার করতে হয়।
লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে