একটি বাইসাইকেলের উচ্চতা কত হতে পারে? আর যাই হোক, আপনি নিশ্চয় ভাববেন না ২৫ ফুট পাঁচ ইঞ্চি উঁচু একটি বাইসাইকেল থাকতে পারে। কিন্তু সত্যি এমন একটি বাইসাইকেল বানিয়েছেন ফ্রান্সের দুই বন্ধু। শুধু তাই নয়, এটিতে চড়ে চালানোও যায়। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছেন তাঁরা।
নিকেলা বাহিও ও ডেভিড পেরো জানান, একটি পানশালায় পান করার সময়ই এমন একটি কিছু করার চিন্তাটা মাথায় আসে তাঁদের। তারপর আর দেরি না করে আজব এই বাইসাইকেলের নকশা করায় এবং এটি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন। শেষমেশ দুই বছরের খাটাখাটনিতে সফল হন বাইসাইকেলটি তৈরিতে।
আর এতে চালানোর উপযোগী সবচেয়ে বেশি উচ্চতার বাইসাইকেলের আগের রেকর্ডটি ভাঙেন। ওটা ছিল ২৪ ফুট ৩ ইঞ্চি উঁচু। অর্থাৎ ১ ফুট ২ ইঞ্চি বা ৩৬ সেন্টিমিটারের ব্যবধান রেখে গিনেস বুকে জায়গা করল দুই বন্ধুর সাইকেল।
তাদের বাইসাইকেলের চাকা দুটি কিন্তু সাধারণ আকৃতিরই। তবে স্বাভাবিকভাবেই এর গোটা কাঠামো বিশাল। প্যাডেল জোড়া পেছনের চাকার সঙ্গে সংযুক্ত আছে, একটি ১৬ মিটার বা ৫৩ ফুট লম্বা চেইনের মাধ্যমে।
‘এতে একটি বেল বা ঘণ্টাও আছে। যদি অন্য যাতায়াতকারীরা আপনাকে দেখতে না পায়।’ নিকেলা কৌতুক করেন।
বিখ্যাত টায়ার নির্মাতা প্রতিষ্ঠান মিশেলিন সাইকেলের টায়ার সরবরাহ করে নিখরচায়। তাদের সদর দপ্তর ক্লেমো-ফেহো শহরে। ওই শহরেই ডেভিড ও নিকেলা একটি বার্ষিক সাইকেল উৎসবে তাঁদের সাইকেলটি প্রথম জনসাধারণের সামনে হাজির করেন।
এটি কাজ করেছে প্রমাণ করতে এবং আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি অর্জন করতে ডেভিড ১০০ মিটার দূরত্ব পর্যন্ত কোনো ধরনের সাহায্য ছাড়াই চালান সাইকেলটি।
নিকেলা জানান, ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম তাঁদের এই সাইকেল।
ডেভিড এবং নিকেলা এই চ্যালেঞ্জ নেওয়ার একাধিক কারণ আছে। একটি হলো, বাইসাইকেল আন্দোলনের একটি অলাভজনক সংস্থার নেতা হিসেবে তাঁরা সাইকেলের ব্যবহার এবং এর পরিবেশগত সুবিধার প্রচার করতে চেয়েছিলেন।
তা ছাড়া যানবাহন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো নিকেলার অন্যতম শখ। তিনি লোকেদের দেখাতে চেয়েছিলেন মাত্র ১০০০ ইউরো দিয়ে কী করা সম্ভব।
সাইকেলটি ইস্পাত, কাঠ এবং বিভিন্ন সংকর ধাতু দিয়ে তৈরি।
নিকেলা ও ডেভিড এখন নতুন একটি রেকর্ড গড়ার চিন্তা-ভাবনা করছেন। তাঁরা চালানো সক্ষম সবচেয়ে ছোট বাইসাইকেল তৈরির কথা ভাবছেন। এখনকার রেকর্ডটি ৮.৪ সেন্টিমিটার বা ৩.৩১ ইঞ্চি, যা তাদের বিশাল আকৃতির সাইকেলের প্রায় এক শ ভাগের এক ভাগ।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
একটি বাইসাইকেলের উচ্চতা কত হতে পারে? আর যাই হোক, আপনি নিশ্চয় ভাববেন না ২৫ ফুট পাঁচ ইঞ্চি উঁচু একটি বাইসাইকেল থাকতে পারে। কিন্তু সত্যি এমন একটি বাইসাইকেল বানিয়েছেন ফ্রান্সের দুই বন্ধু। শুধু তাই নয়, এটিতে চড়ে চালানোও যায়। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছেন তাঁরা।
নিকেলা বাহিও ও ডেভিড পেরো জানান, একটি পানশালায় পান করার সময়ই এমন একটি কিছু করার চিন্তাটা মাথায় আসে তাঁদের। তারপর আর দেরি না করে আজব এই বাইসাইকেলের নকশা করায় এবং এটি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন। শেষমেশ দুই বছরের খাটাখাটনিতে সফল হন বাইসাইকেলটি তৈরিতে।
আর এতে চালানোর উপযোগী সবচেয়ে বেশি উচ্চতার বাইসাইকেলের আগের রেকর্ডটি ভাঙেন। ওটা ছিল ২৪ ফুট ৩ ইঞ্চি উঁচু। অর্থাৎ ১ ফুট ২ ইঞ্চি বা ৩৬ সেন্টিমিটারের ব্যবধান রেখে গিনেস বুকে জায়গা করল দুই বন্ধুর সাইকেল।
তাদের বাইসাইকেলের চাকা দুটি কিন্তু সাধারণ আকৃতিরই। তবে স্বাভাবিকভাবেই এর গোটা কাঠামো বিশাল। প্যাডেল জোড়া পেছনের চাকার সঙ্গে সংযুক্ত আছে, একটি ১৬ মিটার বা ৫৩ ফুট লম্বা চেইনের মাধ্যমে।
‘এতে একটি বেল বা ঘণ্টাও আছে। যদি অন্য যাতায়াতকারীরা আপনাকে দেখতে না পায়।’ নিকেলা কৌতুক করেন।
বিখ্যাত টায়ার নির্মাতা প্রতিষ্ঠান মিশেলিন সাইকেলের টায়ার সরবরাহ করে নিখরচায়। তাদের সদর দপ্তর ক্লেমো-ফেহো শহরে। ওই শহরেই ডেভিড ও নিকেলা একটি বার্ষিক সাইকেল উৎসবে তাঁদের সাইকেলটি প্রথম জনসাধারণের সামনে হাজির করেন।
এটি কাজ করেছে প্রমাণ করতে এবং আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি অর্জন করতে ডেভিড ১০০ মিটার দূরত্ব পর্যন্ত কোনো ধরনের সাহায্য ছাড়াই চালান সাইকেলটি।
নিকেলা জানান, ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম তাঁদের এই সাইকেল।
ডেভিড এবং নিকেলা এই চ্যালেঞ্জ নেওয়ার একাধিক কারণ আছে। একটি হলো, বাইসাইকেল আন্দোলনের একটি অলাভজনক সংস্থার নেতা হিসেবে তাঁরা সাইকেলের ব্যবহার এবং এর পরিবেশগত সুবিধার প্রচার করতে চেয়েছিলেন।
তা ছাড়া যানবাহন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো নিকেলার অন্যতম শখ। তিনি লোকেদের দেখাতে চেয়েছিলেন মাত্র ১০০০ ইউরো দিয়ে কী করা সম্ভব।
সাইকেলটি ইস্পাত, কাঠ এবং বিভিন্ন সংকর ধাতু দিয়ে তৈরি।
নিকেলা ও ডেভিড এখন নতুন একটি রেকর্ড গড়ার চিন্তা-ভাবনা করছেন। তাঁরা চালানো সক্ষম সবচেয়ে ছোট বাইসাইকেল তৈরির কথা ভাবছেন। এখনকার রেকর্ডটি ৮.৪ সেন্টিমিটার বা ৩.৩১ ইঞ্চি, যা তাদের বিশাল আকৃতির সাইকেলের প্রায় এক শ ভাগের এক ভাগ।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৯ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে