বিশাল এক মেরু ভালুক সে। ওজন ২২৫ কেজি বা ৫০০ পাউন্ড। ছিল কানাডার এডমন্টনের কাছের এক রিসোর্টে। আশ্চর্যজনকভাবে সেখান থেকে চুরি হয়ে গেছে ওটা। তবে সে মোটেই জীবিত কোনো প্রাণী নয়। বরং ট্যাক্সিডার্মি করা একটি মেরু ভালুক। অর্থাৎ চামড়ার ভেতরে খরসহ বিভিন্ন উপাদান পুরে তাকে অনেকটা জীবিত প্রাণীর চেহারা দেওয়া হয়েছে।
পুলিশ রহস্যময় এই চুরির ঘটনা তদন্ত করছে। প্রায় ১২ ফুট লম্বা ভালুকটিকে জানুয়ারির শুরুতে প্রবল ঠান্ডার সময় চুরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই সময় তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
পুলিশ জানিয়েছে, লিলি লেক রিসোর্টের পক্ষ থেকে বিষয়টি ১৮ জানুয়ারি তাদের জানানো হয়। বিশাল এই স্টাফ করা ভালুকটির ব্যাপারে স্থানীয় জনসাধারণকেও সতর্ক করে দেওয়া হয়েছে। এডমন্টন থেকে মোটামুটি মাইল ত্রিশেক দূরে স্টার্জেন কাউন্টিতে রিসোর্টটির অবস্থান।
তদন্তকারীরা জানিয়েছেন, রিসোর্টটিতে গত আগস্টে অনেকটা একই ধরনের একটি ঘটনা ঘটে। তখন এখান থেকে ট্যাক্সিডার্মি করা দুটি র্যাকুন চুরি হয়েছিল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলছে, তিনটি ট্যাক্সিডার্মি প্রাণীর মূল্য প্রায় ৩৫ হাজার কানাডিয়ান ডলার (২৬ হাজার ডলার)। তবে দুটি চুরির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রিসোর্টের একজন কর্মী ওয়ান্দা রো কানাডার সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলকে জানান, ২৪ ঘণ্টাজুড়েই রিসোর্টে নিরাপত্তা কর্মীদের টহল থাকে। তবে ওই রাতে প্রচণ্ড ঠান্ডার কারণে সেটা বাতিল করা হয়।
ওয়ান্দা রো সংবাদমাধ্যমে বলেন, চোরেরা ভালুকটিকে আটকে রাখা তার কেটে ওটাকে বাইরে নিয়ে যায়। সেখানে সম্ভবত কোনো গাড়ি অপেক্ষা করছিল।
‘এটি পুরোপুরি পরিকল্পিত।’ বলেন রো।
কানাডার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আববার্টা আরসিএমের কনস্টেবল কেলসি ডেভিজ একে উল্লেখ করেছেন, ‘দ্য হেইস্ট অব দ্য বিগ পোলার বিয়ার’ হিসেবে। তিনি স্থানীয় বাসিন্দাদের চোখ-কান খোলা রাখতে বলেন। কারণ চোরেরা অনলাইনে এটি বিক্রির চেষ্টা করতে পারে।
উল্লেখ্য, পোলার ভালুকের মূল আবাসস্থল আর্কটিক অঞ্চল। এটি শিকার করা কানাডার উত্তরের রাজ্যগুলোতে বৈধ। তবে বিষয়টি কঠোরভাবে পরিবেশ কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত। তাঁদের অনুমান, কানাডায় ১৬ হাজার মেরু ভালুকের বাস, যা বিশ্বে প্রজাতিটির মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
বিশাল এক মেরু ভালুক সে। ওজন ২২৫ কেজি বা ৫০০ পাউন্ড। ছিল কানাডার এডমন্টনের কাছের এক রিসোর্টে। আশ্চর্যজনকভাবে সেখান থেকে চুরি হয়ে গেছে ওটা। তবে সে মোটেই জীবিত কোনো প্রাণী নয়। বরং ট্যাক্সিডার্মি করা একটি মেরু ভালুক। অর্থাৎ চামড়ার ভেতরে খরসহ বিভিন্ন উপাদান পুরে তাকে অনেকটা জীবিত প্রাণীর চেহারা দেওয়া হয়েছে।
পুলিশ রহস্যময় এই চুরির ঘটনা তদন্ত করছে। প্রায় ১২ ফুট লম্বা ভালুকটিকে জানুয়ারির শুরুতে প্রবল ঠান্ডার সময় চুরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই সময় তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
পুলিশ জানিয়েছে, লিলি লেক রিসোর্টের পক্ষ থেকে বিষয়টি ১৮ জানুয়ারি তাদের জানানো হয়। বিশাল এই স্টাফ করা ভালুকটির ব্যাপারে স্থানীয় জনসাধারণকেও সতর্ক করে দেওয়া হয়েছে। এডমন্টন থেকে মোটামুটি মাইল ত্রিশেক দূরে স্টার্জেন কাউন্টিতে রিসোর্টটির অবস্থান।
তদন্তকারীরা জানিয়েছেন, রিসোর্টটিতে গত আগস্টে অনেকটা একই ধরনের একটি ঘটনা ঘটে। তখন এখান থেকে ট্যাক্সিডার্মি করা দুটি র্যাকুন চুরি হয়েছিল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলছে, তিনটি ট্যাক্সিডার্মি প্রাণীর মূল্য প্রায় ৩৫ হাজার কানাডিয়ান ডলার (২৬ হাজার ডলার)। তবে দুটি চুরির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রিসোর্টের একজন কর্মী ওয়ান্দা রো কানাডার সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলকে জানান, ২৪ ঘণ্টাজুড়েই রিসোর্টে নিরাপত্তা কর্মীদের টহল থাকে। তবে ওই রাতে প্রচণ্ড ঠান্ডার কারণে সেটা বাতিল করা হয়।
ওয়ান্দা রো সংবাদমাধ্যমে বলেন, চোরেরা ভালুকটিকে আটকে রাখা তার কেটে ওটাকে বাইরে নিয়ে যায়। সেখানে সম্ভবত কোনো গাড়ি অপেক্ষা করছিল।
‘এটি পুরোপুরি পরিকল্পিত।’ বলেন রো।
কানাডার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আববার্টা আরসিএমের কনস্টেবল কেলসি ডেভিজ একে উল্লেখ করেছেন, ‘দ্য হেইস্ট অব দ্য বিগ পোলার বিয়ার’ হিসেবে। তিনি স্থানীয় বাসিন্দাদের চোখ-কান খোলা রাখতে বলেন। কারণ চোরেরা অনলাইনে এটি বিক্রির চেষ্টা করতে পারে।
উল্লেখ্য, পোলার ভালুকের মূল আবাসস্থল আর্কটিক অঞ্চল। এটি শিকার করা কানাডার উত্তরের রাজ্যগুলোতে বৈধ। তবে বিষয়টি কঠোরভাবে পরিবেশ কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত। তাঁদের অনুমান, কানাডায় ১৬ হাজার মেরু ভালুকের বাস, যা বিশ্বে প্রজাতিটির মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে