ল-র-ব-য-হ ডেস্ক
শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার, বলি কি সারা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার। শুক্ররা রড মার্শের মৃত্যুতে শোক জানিয়ে নিজেই শোকের বিষয় হয়ে গেলেন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়েসে পাড়ি জমালেন ওপারে। শেন ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’। তাঁর কথার স্পিন বা ঘূর্ণিও কম ছিল না। সেরকমই কিছু স্পিন নিয়েই এই আয়োজন।
১. কেবল অনুশোচনা করেই আপনি আপনার জীবন কাটাতে পারবেন না।
২. আমি সব সময়ই দ্রুত হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।
৩. সব সময়ই কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে—এমন অবস্থার সঙ্গে জীবন কাটানো সত্যিই কঠিন।
৪. কারও প্রেমে পড়া সব সময়ই চমৎকার একটি অনুভূতি।
৫. এক সময় আমার মনে হতো—আমি খুব এটা ভালো ক্রিকেটার নই। ফলে ক্রিকেট জীবনে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত।
৬. ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারে বেলায় তাঁদের উইকেট নেওয়ার চেয়ে বন্ধু হয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই ভালো লাগে।
৭. হাল ছেড়ো; স্রেফ কখনোই হাল ছেড়ো না।
৮. আমার কাছে ক্রিকেট স্রেফ একটি খেলাই। সুতরাং, খেলেন এবং উপভোগ করেন।
৯. স্পিন বোলিংয়ের আর্ট হলো—ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করা যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার, বলি কি সারা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার। শুক্ররা রড মার্শের মৃত্যুতে শোক জানিয়ে নিজেই শোকের বিষয় হয়ে গেলেন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়েসে পাড়ি জমালেন ওপারে। শেন ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’। তাঁর কথার স্পিন বা ঘূর্ণিও কম ছিল না। সেরকমই কিছু স্পিন নিয়েই এই আয়োজন।
১. কেবল অনুশোচনা করেই আপনি আপনার জীবন কাটাতে পারবেন না।
২. আমি সব সময়ই দ্রুত হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।
৩. সব সময়ই কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে—এমন অবস্থার সঙ্গে জীবন কাটানো সত্যিই কঠিন।
৪. কারও প্রেমে পড়া সব সময়ই চমৎকার একটি অনুভূতি।
৫. এক সময় আমার মনে হতো—আমি খুব এটা ভালো ক্রিকেটার নই। ফলে ক্রিকেট জীবনে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত।
৬. ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারে বেলায় তাঁদের উইকেট নেওয়ার চেয়ে বন্ধু হয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই ভালো লাগে।
৭. হাল ছেড়ো; স্রেফ কখনোই হাল ছেড়ো না।
৮. আমার কাছে ক্রিকেট স্রেফ একটি খেলাই। সুতরাং, খেলেন এবং উপভোগ করেন।
৯. স্পিন বোলিংয়ের আর্ট হলো—ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করা যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
১২ ঘণ্টা আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৩ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৪ দিন আগে