Ajker Patrika

শেন ওয়ার্নের কথার স্পিন

ল-র-ব-য-হ ডেস্ক
শেন ওয়ার্নের কথার স্পিন

শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার, বলি কি সারা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার। শুক্ররা রড মার্শের মৃত্যুতে শোক জানিয়ে নিজেই শোকের বিষয় হয়ে গেলেন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়েসে পাড়ি জমালেন ওপারে। শেন ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’। তাঁর কথার স্পিন বা ঘূর্ণিও কম ছিল না। সেরকমই কিছু স্পিন নিয়েই এই আয়োজন। 

 ১. কেবল অনুশোচনা করেই আপনি আপনার জীবন কাটাতে পারবেন না। 

 ২. আমি সব সময়ই দ্রুত হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। 

 ৩. সব সময়ই কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে—এমন অবস্থার সঙ্গে জীবন কাটানো সত্যিই কঠিন। 

 ৪. কারও প্রেমে পড়া সব সময়ই চমৎকার একটি অনুভূতি। 

 ৫. এক সময় আমার মনে হতো—আমি খুব এটা ভালো ক্রিকেটার নই। ফলে ক্রিকেট জীবনে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত। 
 
৬. ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারে বেলায় তাঁদের উইকেট নেওয়ার চেয়ে বন্ধু হয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই ভালো লাগে। 

 ৭. হাল ছেড়ো; স্রেফ কখনোই হাল ছেড়ো না। 

 ৮. আমার কাছে ক্রিকেট স্রেফ একটি খেলাই। সুতরাং, খেলেন এবং উপভোগ করেন। 

 ৯. স্পিন বোলিংয়ের আর্ট হলো—ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করা যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত