পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।
গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ।
ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’
ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’
পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।
গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ।
ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’
ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
৩ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৪ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৫ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৬ দিন আগে