এক মিনিটের মধ্যে টেলর সুইফটের সবচেয়ে বেশি গান শনাক্ত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন এক পাকিস্তানি তরুণ। বিল্লাল ইলিয়াস ঝান্দির নামের ২০ বছরের এই তরুণ এক মিনিটে এই বিখ্যাত মার্কিন গায়িকার ৩৪টি গানের নাম সঠিকভাবে বলতে পারেন।
আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের ডেন সিম্পসনের। তিনি ২৭টি গানের নাম সঠিকভাবে বলে ২০১৯ সালে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
সুইফটের ৫০টি সর্বাধিক বিক্রীত ট্র্যাকের একটি এলোমেলো তালিকা থেকে গানগুলো শনাক্ত করতে হয় বিল্লালকে। জমা দেওয়া ভিডিওতে চোখে একটি মাস্ক পরে থাকতে দেখা যায় তাঁকে। যেন উঁকি দেওয়ার জন্য অভিযুক্ত করা না হয়। প্রতিটি গানের শুরুর কথা থেকে শনাক্ত করা ছিল তাঁর কাজ। একজন মানুষ কোনো মিউজিক ছাড়াই জোরে যেটি বলছিলেন।
‘এটি বিল্লাল ইলিয়াস ঝান্দির টেলর সুইফটের গানের বিষয়ে অসাধারণ জ্ঞানের পরিচয় প্রকাশ করে, যা তাঁকে এক মিনিটের মধ্যে গানের কথা শুনে সবচেয়ে বেশি গানের পরিচয় শনাক্তের রেকর্ড করতে সাহায্য করে।’ এক্সে (টুইটার) ক্লিপটি শেয়ার করে মন্তব্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুসারে রেকর্ড ভাঙার পরীক্ষায় অবতীর্ণের আগে বিল্লাল ১৩ সপ্তাহ অনুশীলন করেন। এতে বারবার গান শোনাটাও ছিল। এর ফলে গানগুলো তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। বিল্লাল জানান, প্রায়ই ঘুমানোর সময় উচ্চ স্বরে গানগুলো গাইতেন। তিনি বলেন, ‘আমি তাঁর প্রতিটি গান শুনেছি। প্রায় সব গান শুনেই শনাক্ত করতে পারি।’
বিল্লাল জানান, রেকর্ডটি ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, টেলর সুইফটের প্রতি তাঁর ‘অসাধারণ ভালোবাসা’ প্রকাশের এটাই সেরা উপায় বলে মনে করেন তিনি।
২০ বছর বয়সের এই তরুণ জানান, ১৩ বছর বয়স থেকেই এই পপগায়িকার গান শুনছেন। গান লেখায় টলর সুইফটের সততা, গানে আবেগের গভীরতা এবং শ্রোতাদের সঙ্গে সংযোগ করার ক্ষমতা তাঁকে আকৃষ্ট করে বলে জানান বিল্লাল।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, এটাই বিল্লালের প্রথম বিশ্ব রেকর্ড নয়, তাঁর আরও দুটি রেকর্ড আছে। এগুলো হলো ডাক শুনে এক মিনিটে সবচেয়ে বেশি প্রাণীর (২৩) পরিচয় শনাক্ত করা এবং এক মিনিটে সবচেয়ে বেশি জাস্টিন বিবারের গান (২৯) শনাক্ত করা।
এক মিনিটের মধ্যে টেলর সুইফটের সবচেয়ে বেশি গান শনাক্ত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন এক পাকিস্তানি তরুণ। বিল্লাল ইলিয়াস ঝান্দির নামের ২০ বছরের এই তরুণ এক মিনিটে এই বিখ্যাত মার্কিন গায়িকার ৩৪টি গানের নাম সঠিকভাবে বলতে পারেন।
আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের ডেন সিম্পসনের। তিনি ২৭টি গানের নাম সঠিকভাবে বলে ২০১৯ সালে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
সুইফটের ৫০টি সর্বাধিক বিক্রীত ট্র্যাকের একটি এলোমেলো তালিকা থেকে গানগুলো শনাক্ত করতে হয় বিল্লালকে। জমা দেওয়া ভিডিওতে চোখে একটি মাস্ক পরে থাকতে দেখা যায় তাঁকে। যেন উঁকি দেওয়ার জন্য অভিযুক্ত করা না হয়। প্রতিটি গানের শুরুর কথা থেকে শনাক্ত করা ছিল তাঁর কাজ। একজন মানুষ কোনো মিউজিক ছাড়াই জোরে যেটি বলছিলেন।
‘এটি বিল্লাল ইলিয়াস ঝান্দির টেলর সুইফটের গানের বিষয়ে অসাধারণ জ্ঞানের পরিচয় প্রকাশ করে, যা তাঁকে এক মিনিটের মধ্যে গানের কথা শুনে সবচেয়ে বেশি গানের পরিচয় শনাক্তের রেকর্ড করতে সাহায্য করে।’ এক্সে (টুইটার) ক্লিপটি শেয়ার করে মন্তব্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুসারে রেকর্ড ভাঙার পরীক্ষায় অবতীর্ণের আগে বিল্লাল ১৩ সপ্তাহ অনুশীলন করেন। এতে বারবার গান শোনাটাও ছিল। এর ফলে গানগুলো তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। বিল্লাল জানান, প্রায়ই ঘুমানোর সময় উচ্চ স্বরে গানগুলো গাইতেন। তিনি বলেন, ‘আমি তাঁর প্রতিটি গান শুনেছি। প্রায় সব গান শুনেই শনাক্ত করতে পারি।’
বিল্লাল জানান, রেকর্ডটি ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, টেলর সুইফটের প্রতি তাঁর ‘অসাধারণ ভালোবাসা’ প্রকাশের এটাই সেরা উপায় বলে মনে করেন তিনি।
২০ বছর বয়সের এই তরুণ জানান, ১৩ বছর বয়স থেকেই এই পপগায়িকার গান শুনছেন। গান লেখায় টলর সুইফটের সততা, গানে আবেগের গভীরতা এবং শ্রোতাদের সঙ্গে সংযোগ করার ক্ষমতা তাঁকে আকৃষ্ট করে বলে জানান বিল্লাল।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, এটাই বিল্লালের প্রথম বিশ্ব রেকর্ড নয়, তাঁর আরও দুটি রেকর্ড আছে। এগুলো হলো ডাক শুনে এক মিনিটে সবচেয়ে বেশি প্রাণীর (২৩) পরিচয় শনাক্ত করা এবং এক মিনিটে সবচেয়ে বেশি জাস্টিন বিবারের গান (২৯) শনাক্ত করা।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে