তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পোষা প্রাণী নিয়ে স্বামী–স্ত্রীর বিরোধ বাড়ছে। সেই বিরোধ এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে। দেশটিতে পোষা প্রাণীর কারণে দাম্পত্যকলহ ও বিচ্ছেদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে এ কারণে ৪০টি বিচ্ছেদ হয়েছে বলে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের মামলায় পোষা বিড়াল ও কুকুরকে প্রাধান্য দেওয়া নিয়ে দম্পতিদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে অবহিত একটি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক সঙ্গীর পোষা প্রাণীর প্রতি গভীর স্নেহ ও অতিরিক্ত মনযোগের কারণে অপর সঙ্গী অবহেলিত ও বিরক্তি বোধ তৈরি করে। এই বিরক্তিবোধ থেকে সঙ্গী সমান যত্ন ও গুরুত্ব দাবি করলেই শুরু হয় কলহ।
আদালতে এক মামলার বিবরণী অনুসারে, এক স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁর স্ত্রী কুকুরের প্রতি অতিরিক্ত যত্ন নেন, সেটিকে চার বেলা খাবার দেন, পরিষ্কার করেন এবং সেটির বিনোদন ও মনস্তাত্ত্বিক বিকাশের জন্য নানা কিছু করেন।
স্বামীটি বলেন, ‘তাঁর তো কুকুরের চেয়ে আমার বেশি যত্ন নেওয়ার কথা। কিন্তু সে আমার খেয়াল না রেখে কুকুরকে গুরুত্ব দেয়।’
শুধু কুকুর নিয়ে নয়, বিড়াল নিয়েও বহু দম্পতির দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। অনেকে সঙ্গীকে ‘হয় আমি না হয় বিড়াল’ আল্টিমেটাম দিয়েছেন। পোষা প্রাণী নিয়ে এ দ্বন্দ্ব প্রায়ই সম্পর্ক ছিন্ন পর্যন্ত গড়িয়ে যায়।
পোষা প্রাণী প্রেমীরা বলছেন, কুকুর–বিড়ালের দেখাশোনা করার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। পোষা প্রাণীর সঙ্গে মানসিক বন্ধন মানব সম্পর্কের মতোই গুরুত্বপূর্ণ।
তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পোষা প্রাণী নিয়ে স্বামী–স্ত্রীর বিরোধ বাড়ছে। সেই বিরোধ এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে। দেশটিতে পোষা প্রাণীর কারণে দাম্পত্যকলহ ও বিচ্ছেদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে এ কারণে ৪০টি বিচ্ছেদ হয়েছে বলে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের মামলায় পোষা বিড়াল ও কুকুরকে প্রাধান্য দেওয়া নিয়ে দম্পতিদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে অবহিত একটি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক সঙ্গীর পোষা প্রাণীর প্রতি গভীর স্নেহ ও অতিরিক্ত মনযোগের কারণে অপর সঙ্গী অবহেলিত ও বিরক্তি বোধ তৈরি করে। এই বিরক্তিবোধ থেকে সঙ্গী সমান যত্ন ও গুরুত্ব দাবি করলেই শুরু হয় কলহ।
আদালতে এক মামলার বিবরণী অনুসারে, এক স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁর স্ত্রী কুকুরের প্রতি অতিরিক্ত যত্ন নেন, সেটিকে চার বেলা খাবার দেন, পরিষ্কার করেন এবং সেটির বিনোদন ও মনস্তাত্ত্বিক বিকাশের জন্য নানা কিছু করেন।
স্বামীটি বলেন, ‘তাঁর তো কুকুরের চেয়ে আমার বেশি যত্ন নেওয়ার কথা। কিন্তু সে আমার খেয়াল না রেখে কুকুরকে গুরুত্ব দেয়।’
শুধু কুকুর নিয়ে নয়, বিড়াল নিয়েও বহু দম্পতির দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। অনেকে সঙ্গীকে ‘হয় আমি না হয় বিড়াল’ আল্টিমেটাম দিয়েছেন। পোষা প্রাণী নিয়ে এ দ্বন্দ্ব প্রায়ই সম্পর্ক ছিন্ন পর্যন্ত গড়িয়ে যায়।
পোষা প্রাণী প্রেমীরা বলছেন, কুকুর–বিড়ালের দেখাশোনা করার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। পোষা প্রাণীর সঙ্গে মানসিক বন্ধন মানব সম্পর্কের মতোই গুরুত্বপূর্ণ।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৭ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
৯ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৫ দিন আগে