Ajker Patrika

যে শহরগুলোতে মিলিয়নিয়ারদের বসবাস বেশি 

যে শহরগুলোতে মিলিয়নিয়ারদের বসবাস বেশি 

বিশ্বের কোন শহরগুলোতে মিলিয়নিয়ারদের বসবাস বেশি এ নিয়ে তালিকা প্রকাশ করেছে রেসিডেন্সি অ্যাডভাইজরি ফার্ম ‘হেনলি অ্যান্ড পার্টনার্স গ্রুপ’। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, নিউইয়র্ক, টোকিও এবং সান ফ্রান্সেসকো বে এলাকায় সবচেয়ে বেশি মিলিয়নিয়ারদের বসবাস। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি মিলিয়নিয়ারদের বসবাস এমন শীর্ষ ১০ শহরের অর্ধেকই যুক্তরাষ্ট্রে। যদিও চলতি বছরের প্রথমার্ধে নিউইয়র্কে মিলিয়নিয়ারদের সংখ্যা ১২ শতাংশ কমেছে। অন্যদিকে সান ফ্রান্সেসকো অঞ্চলে ৪ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি মিলিয়নিয়ারদের বসবাসের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে লন্ডন। তবে সেখানে মিলিয়নিয়ারদের সংখ্যা ৯ শতাংশ কমেছে। মিলিয়নিয়ার হিসেবে তালিকায় তাদেরই রাখা হয়েছে যাদের বিনিয়োগযোগ্য সম্পদ ১ মিলিয়ন ডলার বা তার বেশি। 

নিউ ওয়ার্ল্ড ওয়েলথের এক পরিসংখ্যানে দেখা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর শারজায় চলতি বছর সবচেয়ে দ্রুত মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। আবুধাবি এবং দুবাইও দ্রুততম সময়ে মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধির তালিকায় রয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এখানে কম পরিমানে শুল্ক দিতে হয় এবং নতুন আবাসিক প্রকল্পের কারণে ধনী ব্যক্তিরা এখানে থাকতে আগ্রহী হন। এছাড়া রাশিয়ার অনেক ধনী আরব আমিরাতে পাড়ি জমানোর কারণে এখানে মিলিয়নিয়ারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 

বেইজিং এবং সাংহাই ধনী শহরের তালিকায় যথাক্রমে নবম ও দশম অবস্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত