রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে