রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৪ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৩ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৪ দিন আগে