হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে—কী অবস্থা হবে ভাবুন তো! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার করেন, কমোডের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
ঘটনাটি অঙ্গরাজ্যের রাজধানী কলাম্বিয়া সিটির। গত মঙ্গলবার ভোরে ওই নারী সাপটিকে আবিষ্কার করে স্বাভাবিকভাবেই চিৎকার করে ফ্ল্যাটে থাকা তাঁর বন্ধুকে ডাক দেন। পরে খবর পেয়ে ভোর ৫টায় পুলিশ এসে দেয়ালের পাশেই সাপটি আবিষ্কার করে।
এটি ছিল একটি বল পাইথন। এরা বিষধর না হলেও ঘরের মধ্যে বড় একটা সাপ দেখে ভয় পাওয়া স্বাভাবিক। নারীটি জানান, সাপটি দেখেই জোরে চিৎকার দিয়ে ওঠেন তিনি। কলাম্বিয়ার মার্কিন সংবাদমাধ্যম দ্য স্টেট জানায়, পুলিশ খবর পেয়েই নারীর রাইস ট্যারেসের অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং ডেপুটি শ্যানন হাফম্যান সাপটিকে ধরে একটি কেসে পুরে ফেলে।
‘হাফম্যান ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনি জানতেন কী করতে হবে।’ এক্সে দেওয়া এক পোস্টে জানায় রিচার্ড কাউন্টি শেরিফের দপ্তর।
অজগরটি কীভাবে ওই বাড়িতে ঢুকে পড়ল সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বাথরুমটিতে একবার পানি উঠেছিল। তবে কীভাবে ওটা পানিতে ভরে গিয়েছিল সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা আশপাশের কোনো বাড়ির পোষা অজগর এবং সেখান থেকে পালিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ওই নারী কিংবা অজগর কোনোটিই আঘাত পায়নি বলে জানিয়েছে দ্য স্টেট।
এদিকে শেরিফ অফিস জানিয়েছে, তাঁরা ফোন পেয়ে অবাক হয়েছিলেন। কারণ কলাম্বিয়া সিটিতে সাধারণত সাপ উদ্ধারের জন্য ফোন আসে না।
শেরিফ অফিসের একজন মুখপাত্র দ্য স্টেটকে বলেছেন, ‘আমরা আমাদের ডেপুটিদের এমন ঘটনার জন্য ডাক পাওয়ার বিষয়ে আগে থেকেই প্রস্তুত করি। তাদের এ ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। সৌভাগ্যক্রমে, হাফম্যানের বিভিন্ন প্রাণীর বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। সাপ নিয়ে কাজ করতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে।’
তবে কেউ সাপটি দাবি করেনি। বর্তমানে একজন ডেপুটি শেরিফের তত্ত্বাবধানে আছে এটি।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে—কী অবস্থা হবে ভাবুন তো! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার করেন, কমোডের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
ঘটনাটি অঙ্গরাজ্যের রাজধানী কলাম্বিয়া সিটির। গত মঙ্গলবার ভোরে ওই নারী সাপটিকে আবিষ্কার করে স্বাভাবিকভাবেই চিৎকার করে ফ্ল্যাটে থাকা তাঁর বন্ধুকে ডাক দেন। পরে খবর পেয়ে ভোর ৫টায় পুলিশ এসে দেয়ালের পাশেই সাপটি আবিষ্কার করে।
এটি ছিল একটি বল পাইথন। এরা বিষধর না হলেও ঘরের মধ্যে বড় একটা সাপ দেখে ভয় পাওয়া স্বাভাবিক। নারীটি জানান, সাপটি দেখেই জোরে চিৎকার দিয়ে ওঠেন তিনি। কলাম্বিয়ার মার্কিন সংবাদমাধ্যম দ্য স্টেট জানায়, পুলিশ খবর পেয়েই নারীর রাইস ট্যারেসের অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং ডেপুটি শ্যানন হাফম্যান সাপটিকে ধরে একটি কেসে পুরে ফেলে।
‘হাফম্যান ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনি জানতেন কী করতে হবে।’ এক্সে দেওয়া এক পোস্টে জানায় রিচার্ড কাউন্টি শেরিফের দপ্তর।
অজগরটি কীভাবে ওই বাড়িতে ঢুকে পড়ল সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বাথরুমটিতে একবার পানি উঠেছিল। তবে কীভাবে ওটা পানিতে ভরে গিয়েছিল সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা আশপাশের কোনো বাড়ির পোষা অজগর এবং সেখান থেকে পালিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ওই নারী কিংবা অজগর কোনোটিই আঘাত পায়নি বলে জানিয়েছে দ্য স্টেট।
এদিকে শেরিফ অফিস জানিয়েছে, তাঁরা ফোন পেয়ে অবাক হয়েছিলেন। কারণ কলাম্বিয়া সিটিতে সাধারণত সাপ উদ্ধারের জন্য ফোন আসে না।
শেরিফ অফিসের একজন মুখপাত্র দ্য স্টেটকে বলেছেন, ‘আমরা আমাদের ডেপুটিদের এমন ঘটনার জন্য ডাক পাওয়ার বিষয়ে আগে থেকেই প্রস্তুত করি। তাদের এ ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। সৌভাগ্যক্রমে, হাফম্যানের বিভিন্ন প্রাণীর বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। সাপ নিয়ে কাজ করতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে।’
তবে কেউ সাপটি দাবি করেনি। বর্তমানে একজন ডেপুটি শেরিফের তত্ত্বাবধানে আছে এটি।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে