৬ ফুট উচ্চতার মানুষ এমনকি বাংলাদেশেও খুব অস্বাভাবিক নয়। আজ যে দুজনের গল্প বলব, তাঁদের উচ্চতাও ৬ ফুটের কাছাকাছি। তবে এটি তাদের মিলিত উচ্চতা। ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল দ্য সিলভা বারোস এবং কাতিওচিয়া লিয়ে হোশিনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবেচনায় পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতি বিবাহিত দম্পতি।
এই দুজনের মিলিত দৈর্ঘ্য ১৮১ দশমিক ৪১ সেন্টিমিটার বা প্রায় ৫ ফুট সাড়ে ১১ ইঞ্চি। তবে তাঁরা জানিয়েছেন, আকারে ছোট হলেও হৃদয়টা তাঁদের অনেক বড়।
ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল দ্য সিলভা বারোস এবং কাতিওচিয়া লিয়ে হোশিনোর অনলাইনে প্রথম পরিচয় ২০০৬ সালে। তখন তাঁদের বয়স একেবারেই কম। কারণ এখন সিলভা বারোসের বয়স ৩১, অন্যদিকে লিয়ে হোশিনোর বয়স ২৮। অনেকগুলো বছর চমৎকার সম্পর্কের পর তাঁদের প্রেম পরিণয়ে গড়ায় ২০১৬ সালে। ওই বছরের ৩ নভেম্বর খর্বাকৃতি দম্পতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তাঁদের।
তাঁরা বলেন, আমরা খর্বাকৃতি হতে পারি, তবে আমাদের হৃদয় অনেক বড়। একে অপরের প্রতি এমনকি আমাদের জীবনের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের জন্য অনেক ভালোবাসার জায়গা হয় সেখানে। আমাদের জীবন অবশ্যই চ্যালেঞ্জ ছাড়া নয়। কিন্তু আমরা খুব খুশি যে আমরা একসঙ্গে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারছি।
এই জুটির একত্রে উচ্চতা ১৮১ দশমিক ৪১ সেন্টিমিটার বা ৭১ দশমিক ৪২ ইঞ্চি। এর মধ্যে পাওলোর উচ্চতা ৯০ দশমিক ২৮ সেন্টিমিটার (৩৫ দশমিক ৫৪ ইঞ্চি) এবং কাতিওসিয়ার উচ্চতা ৯১ দশমিক ১৩ সেন্টিমিটার (৩৫ দশমিক ৮৮ ইঞ্চি)।
এদিকে সম্প্রতি ইনস্টাগ্রামে এই যুগলকে নিয়ে একটি পোস্ট দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সেখানে ব্যবহারকারীরা এই দম্পতির আকারের চেয়ে তাঁদের ভালোবাসা নিয়েই ছিলেন বেশি আপ্লুত।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভালোবাসার জয়।’ আরেকজন লিখেছেন, ‘চমৎকার। তোমাদের দুজনকেই অভিনন্দন।’
কেউ কেউ বলেছেন, যুগলের কারও উচ্চতাই কম নয়। একজন যেমন লিখেছেন, ‘তাঁদের দুজনের উচ্চতাই আমার মতো।’
পাওলো ও কাতিওসিয়া বিয়ে করেন ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর গিনেস বুকে নাম ওঠার পর গত সাড়ে সাত বছর ধরে মানুষের আগ্রহ তাঁদের নিয়ে।
নিজেদের সম্পর্কে পাওলো আগে বলেছিলেন, ‘প্রথম যখন দেখি, তাঁকে অসাধারণ সুন্দরী মনে হয় আমার।’
কাতিওসিয়া শুরুতে ম্যাসেজ প্ল্যাটফরম অরকুচিতে (এখন বিলুপ্ত) পাওলোকে ব্লক করেন। তাই পাওলোকে তার মন জয় করতে সাধনা করতে হয়েছে। এরপর তাঁদের মধ্যে খুদেবার্তা আদান-প্রদান ও ফোনে আলাপ চলতে থাকে। সরাসরি প্রথম দেখা হয় ২০০৮ সালের ২০ ডিসেম্বর।
চার বছর বড় একটা দূরত্বে থাকতে হয় দুজনকে। কাতিওসিয়া তার নিজের শহর লোন্দ্রিনা থেকে পাওলোর শহর ইতাপেভায় চলে আসেন ২০১২ সালে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন স্থায়ীভাবে গাঁটছড়া বাঁধার।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, দ্য মিরর
৬ ফুট উচ্চতার মানুষ এমনকি বাংলাদেশেও খুব অস্বাভাবিক নয়। আজ যে দুজনের গল্প বলব, তাঁদের উচ্চতাও ৬ ফুটের কাছাকাছি। তবে এটি তাদের মিলিত উচ্চতা। ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল দ্য সিলভা বারোস এবং কাতিওচিয়া লিয়ে হোশিনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবেচনায় পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতি বিবাহিত দম্পতি।
এই দুজনের মিলিত দৈর্ঘ্য ১৮১ দশমিক ৪১ সেন্টিমিটার বা প্রায় ৫ ফুট সাড়ে ১১ ইঞ্চি। তবে তাঁরা জানিয়েছেন, আকারে ছোট হলেও হৃদয়টা তাঁদের অনেক বড়।
ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল দ্য সিলভা বারোস এবং কাতিওচিয়া লিয়ে হোশিনোর অনলাইনে প্রথম পরিচয় ২০০৬ সালে। তখন তাঁদের বয়স একেবারেই কম। কারণ এখন সিলভা বারোসের বয়স ৩১, অন্যদিকে লিয়ে হোশিনোর বয়স ২৮। অনেকগুলো বছর চমৎকার সম্পর্কের পর তাঁদের প্রেম পরিণয়ে গড়ায় ২০১৬ সালে। ওই বছরের ৩ নভেম্বর খর্বাকৃতি দম্পতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তাঁদের।
তাঁরা বলেন, আমরা খর্বাকৃতি হতে পারি, তবে আমাদের হৃদয় অনেক বড়। একে অপরের প্রতি এমনকি আমাদের জীবনের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের জন্য অনেক ভালোবাসার জায়গা হয় সেখানে। আমাদের জীবন অবশ্যই চ্যালেঞ্জ ছাড়া নয়। কিন্তু আমরা খুব খুশি যে আমরা একসঙ্গে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারছি।
এই জুটির একত্রে উচ্চতা ১৮১ দশমিক ৪১ সেন্টিমিটার বা ৭১ দশমিক ৪২ ইঞ্চি। এর মধ্যে পাওলোর উচ্চতা ৯০ দশমিক ২৮ সেন্টিমিটার (৩৫ দশমিক ৫৪ ইঞ্চি) এবং কাতিওসিয়ার উচ্চতা ৯১ দশমিক ১৩ সেন্টিমিটার (৩৫ দশমিক ৮৮ ইঞ্চি)।
এদিকে সম্প্রতি ইনস্টাগ্রামে এই যুগলকে নিয়ে একটি পোস্ট দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সেখানে ব্যবহারকারীরা এই দম্পতির আকারের চেয়ে তাঁদের ভালোবাসা নিয়েই ছিলেন বেশি আপ্লুত।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভালোবাসার জয়।’ আরেকজন লিখেছেন, ‘চমৎকার। তোমাদের দুজনকেই অভিনন্দন।’
কেউ কেউ বলেছেন, যুগলের কারও উচ্চতাই কম নয়। একজন যেমন লিখেছেন, ‘তাঁদের দুজনের উচ্চতাই আমার মতো।’
পাওলো ও কাতিওসিয়া বিয়ে করেন ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর গিনেস বুকে নাম ওঠার পর গত সাড়ে সাত বছর ধরে মানুষের আগ্রহ তাঁদের নিয়ে।
নিজেদের সম্পর্কে পাওলো আগে বলেছিলেন, ‘প্রথম যখন দেখি, তাঁকে অসাধারণ সুন্দরী মনে হয় আমার।’
কাতিওসিয়া শুরুতে ম্যাসেজ প্ল্যাটফরম অরকুচিতে (এখন বিলুপ্ত) পাওলোকে ব্লক করেন। তাই পাওলোকে তার মন জয় করতে সাধনা করতে হয়েছে। এরপর তাঁদের মধ্যে খুদেবার্তা আদান-প্রদান ও ফোনে আলাপ চলতে থাকে। সরাসরি প্রথম দেখা হয় ২০০৮ সালের ২০ ডিসেম্বর।
চার বছর বড় একটা দূরত্বে থাকতে হয় দুজনকে। কাতিওসিয়া তার নিজের শহর লোন্দ্রিনা থেকে পাওলোর শহর ইতাপেভায় চলে আসেন ২০১২ সালে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন স্থায়ীভাবে গাঁটছড়া বাঁধার।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, দ্য মিরর
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে