যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।
যুক্তরাষ্ট্রে জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় সময় ৪ জুলাই সোমবার আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এক খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে ফাস্টফুড চেইন শপ ন্যাথান। এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৬৩টি হটডগ খেয়ে জয়ী হন চেস্টনাট।
চেস্টনাট এখন পর্যন্ত ১৫ বার জিতেছেন এমন খাওয়ার প্রতিযোগিতায়। তবে নিজের ২০২০ সালের রেকর্ডটি থেকে পিছিয়ে পড়েছেন এবার। ২০২০ সালে ১০ মিনিটে ৭৬টি বানসহ হটডগ খেয়েছিলেন তিনি। তাই জনতার কাছে ক্ষমা চেয়ে চেস্টনাট বলেন, আগামী বছর তিনি আরও ভালো করবেন।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রায়শই হটডগ খেয়ে প্রশিক্ষণ নেন এবং সপ্তাহে অন্তত একবার খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। আর প্রতিযোগিতার পর এক দিনের জন্য খাবার স্পর্শ করবেন না বলেও জানান।
ফাস্টফুড চেইন শপ ন্যাথান’স আয়োজিত ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্টের বিজয়ী চেস্টনাট অন্যদের থেকে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জফরি এসপার ৪৭.৫ টি ফ্র্যাংকস ও বান খেয়েছেন। আর ৪১টি খেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জেমস ওয়েব।
প্রতিযোগিতার হোস্ট জর্জ শিয়া বলেন, ‘জোয়ি চেস্টনাট বলতে গেলে পদার্থবিজ্ঞানের সূত্রকে চ্যালেঞ্জ করেছেন।’
এদিকে প্রতিযোগিতায় নারীদের বিভাগে মিকি সুডো ১০ মিনিটে ৪০টি হটডগ খেয়ে জয়ী হয়েছেন।
ন্যাথান’স ফেমাস ফোর্থ অব জুলাই হটডগ ইটিং কনটেস্ট যুক্তিযুক্তভাবে আমেরিকান ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্রীড়া ইভেন্ট বলে মনে করেন এর আয়োজকেরা।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
১২ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১৪ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৮ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
২০ দিন আগে