Ajker Patrika

যে লোভী সে সর্বদা অভাবী থাকে

যে লোভী সে সর্বদা অভাবী থাকে

‘তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে: মূর্খতা, ভয় এবং লোভ।’

যে লোভী সে সর্বদা অভাবী থাকে।

রোমান কবি হোরাস (আনুমানিক খ্রিস্টপূর্ব ৬৫—খ্রিস্টপূর্ব ৮ অব্দ)

সংসারে এমন লোক নেই, যার লোভ নেই
ইংরেজ কবি জন ড্রাইডেন (৯ আগস্ট, ১৬৩১—১২ মে, ১৭০০)

যার যা আছে, তাতে যে সন্তুষ্ট নয়, সে আরও পেলেও সন্তুষ্ট হবে না।
গ্রিক দার্শনিক সক্রেটিস (খ্রিষ্টপূর্ব ৪৭০—খ্রিষ্টপূর্ব ৩৯৯)

লোভ হলো এমন এক অতল গহ্বর, যা কোনো ব্যক্তিকে কখনো সন্তুষ্ট না করেই প্রয়োজন মেটাতে অন্তহীন প্রয়াসে ক্লান্ত করে তোলে।
জার্মান মনোবিদ এরিক ফ্রম (২৩ মার্চ, ১৯০০—১৮ মার্চ, ১৯৮০)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত