চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।
‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।
মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।
‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।
মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৩ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৭ দিন আগে