অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।
সকেটের সঙ্গে ভালোভাবে আটকে থাকার জন্য
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সকেটের মধ্যে দুই পাশে কিছুটা অমসৃণ অংশ রয়েছে। আর এই অংশ প্লাগের ধাতব অংশে থাকা ছিদ্রের সঙ্গে সেট হয়ে শক্তভাবে আটকে থাকে। অনেক সময় প্লাগ এবং তারের ওজনের কারণে সকেট থেকে প্লাগ খুলে যায়। ধাতব অংশে থাকা ছিদ্রের কারণে প্লাগটি আলগা হতে পারে না। এতে সংযোগ অনেকটা নিরবচ্ছিন্ন হয়।
নির্দেশাবলি দেখাতে
একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।
কাঁচামাল সাশ্রয়ী
প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র থাকার কারণে ওই অংশের কাঁচামাল (ধাতু) বেঁচে যায়, যা নির্মাণ খরচ অনেকটা কমিয়ে আনে। ফলে প্রস্তুতকারকদের জন্য এটি ছোট্ট সঞ্চয় বলা যায়। আর এই ধারণাটিই বেশি প্রচলিত। এমনকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের (এএনএসআই) মতে, বৈদ্যুতিক প্লাগগুলোতে ছিদ্র রাখতেই হবে—এমন কোনো নিয়ম নেই। এটি কাঁচামাল সাশ্রয়ের লক্ষ্যে সম্পূর্ণ উৎপাদন উদ্দেশ্যে করা। বৈদ্যুতিক প্লাগকে মানসম্মত করার ক্ষেত্রে এর কোনো যোগসূত্র নেই।
তথ্যসূত্র: মেন্টালফ্লস ডটকম, হাউজস্টাফওয়ার্কস ডটকম
অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।
সকেটের সঙ্গে ভালোভাবে আটকে থাকার জন্য
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সকেটের মধ্যে দুই পাশে কিছুটা অমসৃণ অংশ রয়েছে। আর এই অংশ প্লাগের ধাতব অংশে থাকা ছিদ্রের সঙ্গে সেট হয়ে শক্তভাবে আটকে থাকে। অনেক সময় প্লাগ এবং তারের ওজনের কারণে সকেট থেকে প্লাগ খুলে যায়। ধাতব অংশে থাকা ছিদ্রের কারণে প্লাগটি আলগা হতে পারে না। এতে সংযোগ অনেকটা নিরবচ্ছিন্ন হয়।
নির্দেশাবলি দেখাতে
একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।
কাঁচামাল সাশ্রয়ী
প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র থাকার কারণে ওই অংশের কাঁচামাল (ধাতু) বেঁচে যায়, যা নির্মাণ খরচ অনেকটা কমিয়ে আনে। ফলে প্রস্তুতকারকদের জন্য এটি ছোট্ট সঞ্চয় বলা যায়। আর এই ধারণাটিই বেশি প্রচলিত। এমনকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের (এএনএসআই) মতে, বৈদ্যুতিক প্লাগগুলোতে ছিদ্র রাখতেই হবে—এমন কোনো নিয়ম নেই। এটি কাঁচামাল সাশ্রয়ের লক্ষ্যে সম্পূর্ণ উৎপাদন উদ্দেশ্যে করা। বৈদ্যুতিক প্লাগকে মানসম্মত করার ক্ষেত্রে এর কোনো যোগসূত্র নেই।
তথ্যসূত্র: মেন্টালফ্লস ডটকম, হাউজস্টাফওয়ার্কস ডটকম
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ঘটেছে এক আজব ও মজার ঘটনা। মা-ছেলের কাণ্ডকারখানা এলাকাটিতে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে। স্থানীয় নারী হলি লাফেভার্স এক সকালে দেখলেন, তাঁর বারান্দা ভর্তি ললিপপের বাক্স। ছোটখাটো দোকানের মতো অবস্থা। কিন্তু এই অর্ডার তিনি নিজে দেননি। কে দিয়েছে?
২ দিন আগেযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক বুগাতি ভেরনের মালিক দেখিয়ে দিলেন, বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই সুপারকারও তুলনামূলক কম খরচে সচল রাখা সম্ভব। বুগাতির আসল চাকা ও টায়ার বদলাতে যেখানে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলারের মতো খরচ হয়, সেখানে তিনি মাত্র ৫ হাজার ডলারেরও কম খরচে সমাধান করে ফেলেছেন।
৩ দিন আগেস্পেনে ঘটেছে এক আজব কাণ্ড। ছোট্ট এক শিশুকে কোলে বসিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছেন বাবা, তার সঙ্গে আবার বিয়ারের গ্লাসও ধরিয়ে দেওয়া হচ্ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রীতিমতো ঝড় উঠেছে। পুলিশও এখন হন্যে হয়ে খুঁজছে সেই বাবাকে।
৪ দিন আগেপ্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
৭ দিন আগে