মিডিয়া মোগল রুপার্ট মারডকের বয়স এখন ৯২ বছর। এই বয়সে পঞ্চম স্ত্রীর পাণিগ্রহণ করতে যাচ্ছেন তিনি। স্ত্রী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশের সাবেক মানসিক স্বাস্থ্য পরামর্শক অ্যান লেসলি স্মিথ। তিনি আবার জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার চেস্টার স্মিথের সাবেক স্ত্রী।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক সান ফ্রানসিসকো পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন। মারডকের এটি পঞ্চম বিয়ে।
এ ব্যাপারে মারডক ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেতাম—কিন্তু আমি জানতাম এটাই আমার শেষ। আমি খুশি।’
অ্যান লেসলি একজন রেডিও এবং টিভি নির্বাহীও। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার মারা যান।
মিডিয়া ব্যবসার সূত্রেই দুজনের বন্ধুত্ব হয়। নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলার সময় অ্যান লেসলি বলেন, ‘আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের কাছ থেকে উপহার। আমরা গত সেপ্টেম্বরে দেখা করেছিলাম।’
লেসলি বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকার জন্য কাজ করেছেন, রেডিও এবং টিভি স্টেশন তৈরি করেছেন এবং ইউনিভিশনের প্রচারে সহায়তা করেছেন। তাই আমি রুপার্টের ভাষায় কথা বলি। আমাদের বিশ্বাস একই।’
এই দম্পতি আগামী গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা করছেন। মারডক বলেন, ‘আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি।’
তাঁরা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, মন্টানা এবং নিউইয়র্কে তাঁদের সময় কাটাবেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন।
মারডক প্রথম তিনটি বিয়ে থেকে ছয় সন্তানের জনক হয়েছেন। সর্বশেষ স্ত্রী হলের সঙ্গে দাম্পত্য ছিল ছয় বছরের। এর আগে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ওয়েন্ডি ডেং; ১৯৬৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আনা মারিয়া তোরভ এবং ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত প্যাট্রিসিয়া বুকার ছিলেন মারডকের স্ত্রী।
ফোর্বস সাময়িকীর হিসাবে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান এবং সিইও মারডকের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সাম্রাজ্যের মধ্যে রয়েছে—ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সারা বিশ্বের বহু গণমাধ্যমের অংশীদারত্ব।
মিডিয়া মোগল রুপার্ট মারডকের বয়স এখন ৯২ বছর। এই বয়সে পঞ্চম স্ত্রীর পাণিগ্রহণ করতে যাচ্ছেন তিনি। স্ত্রী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশের সাবেক মানসিক স্বাস্থ্য পরামর্শক অ্যান লেসলি স্মিথ। তিনি আবার জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার চেস্টার স্মিথের সাবেক স্ত্রী।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক সান ফ্রানসিসকো পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন। মারডকের এটি পঞ্চম বিয়ে।
এ ব্যাপারে মারডক ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেতাম—কিন্তু আমি জানতাম এটাই আমার শেষ। আমি খুশি।’
অ্যান লেসলি একজন রেডিও এবং টিভি নির্বাহীও। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার মারা যান।
মিডিয়া ব্যবসার সূত্রেই দুজনের বন্ধুত্ব হয়। নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলার সময় অ্যান লেসলি বলেন, ‘আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের কাছ থেকে উপহার। আমরা গত সেপ্টেম্বরে দেখা করেছিলাম।’
লেসলি বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকার জন্য কাজ করেছেন, রেডিও এবং টিভি স্টেশন তৈরি করেছেন এবং ইউনিভিশনের প্রচারে সহায়তা করেছেন। তাই আমি রুপার্টের ভাষায় কথা বলি। আমাদের বিশ্বাস একই।’
এই দম্পতি আগামী গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা করছেন। মারডক বলেন, ‘আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি।’
তাঁরা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, মন্টানা এবং নিউইয়র্কে তাঁদের সময় কাটাবেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন।
মারডক প্রথম তিনটি বিয়ে থেকে ছয় সন্তানের জনক হয়েছেন। সর্বশেষ স্ত্রী হলের সঙ্গে দাম্পত্য ছিল ছয় বছরের। এর আগে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ওয়েন্ডি ডেং; ১৯৬৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আনা মারিয়া তোরভ এবং ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত প্যাট্রিসিয়া বুকার ছিলেন মারডকের স্ত্রী।
ফোর্বস সাময়িকীর হিসাবে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান এবং সিইও মারডকের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সাম্রাজ্যের মধ্যে রয়েছে—ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সারা বিশ্বের বহু গণমাধ্যমের অংশীদারত্ব।
বিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৫ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৬ দিন আগেচীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ দিন আগেচাকরি খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডিন বেশ কার্যকর ও জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে আজকাল চাকরির টাইটেলগুলো বেশ চমকপ্রদ। কেউ নিজেকে বলেন ‘ভিশনারি লিডার’, কেউবা ‘স্ট্র্যাটেজিক ইনোভেটর।’ কিন্তু নয়ডার বাসিন্দা অনিল বাভেজা সবকিছুর বাইরে গিয়ে নিজের প্রোফাইল বানালেন একেবারে আলাদা! চাকরি ছাড়ার...
৮ দিন আগে