যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে