যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
১ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
২ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৫ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৬ দিন আগে