বিষধর হোক বা না হোক, সাপ নিয়ে ভীতি কমবেশি সবার মধ্যেই আছে। কোনো এলাকায় সাপ আছে শুনলেই আমাদের মধ্যে একধরনের চাপা ভয় কাজ করে—এই বুঝি সাপে কাটল। তবে এসব ভয়ের বিন্দুমাত্র তোয়াক্কা না করে সাপের মাথায় চুমু খেলেন ভারতের ভাভা সুরেশ নামের এক ব্যক্তি। তাও আবার যেমন-তেমন সাপ নয়, একদম বিষধর শঙ্খচূড়।
এমনই এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সৌরভ যাদব নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ বিশেষজ্ঞ সুরেশ একটি বিষধর শঙ্খচূড়কে পেছন থেকে চুমু খাচ্ছেন।
ভাভা সুরেশ পেশায় একজন বন্যপ্রাণী সংরক্ষক ও সাপ বিশেষজ্ঞ। সাপ ধরা এবং সেগুলো বন্য পরিবেশে সংরক্ষণের জন্য তিনি সুপরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজমিনিটের তথ্য অনুযায়ী, তিনি এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি সাপ ধরেছেন। এর মধ্যে সাপের কামড় খেয়েছেন প্রায় ৩ হাজার বার।
গত বুধবারে পোস্ট হওয়া ভিডিওটি এ পর্যন্ত ১৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা তো বেশ বিপজ্জনক’। অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ‘সাপকে চুমু খাওয়া বিপজ্জনক হলেও এমন জিনিস দেখতে আমার বেশ ভালোই লাগে।’
এদিকে ভারতের কর্ণাটকের শিভামোজ্ঞা অঞ্চলে ভদ্রাবতিতে সাপকে চুমু খেতে গিয়ে ছোবল খাওয়ার ঘটনা ঘটেছে। ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাপকে চুমু খাওয়ার চেষ্টা করলে উল্টো কামড় খান।
বিষধর হোক বা না হোক, সাপ নিয়ে ভীতি কমবেশি সবার মধ্যেই আছে। কোনো এলাকায় সাপ আছে শুনলেই আমাদের মধ্যে একধরনের চাপা ভয় কাজ করে—এই বুঝি সাপে কাটল। তবে এসব ভয়ের বিন্দুমাত্র তোয়াক্কা না করে সাপের মাথায় চুমু খেলেন ভারতের ভাভা সুরেশ নামের এক ব্যক্তি। তাও আবার যেমন-তেমন সাপ নয়, একদম বিষধর শঙ্খচূড়।
এমনই এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সৌরভ যাদব নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ বিশেষজ্ঞ সুরেশ একটি বিষধর শঙ্খচূড়কে পেছন থেকে চুমু খাচ্ছেন।
ভাভা সুরেশ পেশায় একজন বন্যপ্রাণী সংরক্ষক ও সাপ বিশেষজ্ঞ। সাপ ধরা এবং সেগুলো বন্য পরিবেশে সংরক্ষণের জন্য তিনি সুপরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজমিনিটের তথ্য অনুযায়ী, তিনি এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি সাপ ধরেছেন। এর মধ্যে সাপের কামড় খেয়েছেন প্রায় ৩ হাজার বার।
গত বুধবারে পোস্ট হওয়া ভিডিওটি এ পর্যন্ত ১৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা তো বেশ বিপজ্জনক’। অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ‘সাপকে চুমু খাওয়া বিপজ্জনক হলেও এমন জিনিস দেখতে আমার বেশ ভালোই লাগে।’
এদিকে ভারতের কর্ণাটকের শিভামোজ্ঞা অঞ্চলে ভদ্রাবতিতে সাপকে চুমু খেতে গিয়ে ছোবল খাওয়ার ঘটনা ঘটেছে। ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাপকে চুমু খাওয়ার চেষ্টা করলে উল্টো কামড় খান।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে