ভারতের রাজস্থানে ছোটখাটো কাপড়ের ব্যবসা করতেন ভানোয়ারলাল রঘুনাথ দোশির বাবা। পরে বাবার কাছ থেকে কিছু রুপি নিয়ে ব্যবসা শুরু করেন ভানোয়ারলালও। মাত্র ৩০ হাজার রুপি মূলধন ছিল তাঁর। ধীরে ধীরে ব্যবসায় উন্নতির মাধ্যমে পরে ৬০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলেন। বাংলাদেশে যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।
সোমবার ভারতীয় ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিপুল অর্থ-সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার মতো বিরল কীর্তি গড়েছিলেন ভানোয়ারলাল দোশি। দিল্লির প্লাস্টিক কিং খ্যাত এই ব্যবসায়ীর সম্পদের মোহ ত্যাগ করে জেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তটি থমকে দিয়েছিল ভারতীয়দের।
প্রতিবেদনে বলা হয়, ভানোয়ারলাল তাঁর আলোড়ন সৃষ্টি করা সিদ্ধান্তটি নিয়েছিলেন ২০১৫ সালে। ডিআর ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানির মালিক হয়েও মানুষের দান করা অর্থে জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
জানা যায়, গুজরাটের আহমেদাবাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক লোকের সামনে জৈন আচার্যের ১০৮তম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভানোয়ারলাল। এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানিও উপস্থিত ছিলেন।
জেন সাধক সুরিশ্বরজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করা ভানোয়ারলালের সন্ন্যাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটি আকস্মিক ছিল না। ১৯৮২ সাল থেকে তিনি বছরের পর বছর ধরে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন বুনে আসছিলেন। জৈন বক্তব্য শুনে এমন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হন তিনি। তিন দশকেরও বেশি সময় পর জীবন বদলে ফেলার মতো বড় সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন।
ভারতের রাজস্থানে ছোটখাটো কাপড়ের ব্যবসা করতেন ভানোয়ারলাল রঘুনাথ দোশির বাবা। পরে বাবার কাছ থেকে কিছু রুপি নিয়ে ব্যবসা শুরু করেন ভানোয়ারলালও। মাত্র ৩০ হাজার রুপি মূলধন ছিল তাঁর। ধীরে ধীরে ব্যবসায় উন্নতির মাধ্যমে পরে ৬০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলেন। বাংলাদেশে যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।
সোমবার ভারতীয় ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিপুল অর্থ-সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার মতো বিরল কীর্তি গড়েছিলেন ভানোয়ারলাল দোশি। দিল্লির প্লাস্টিক কিং খ্যাত এই ব্যবসায়ীর সম্পদের মোহ ত্যাগ করে জেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তটি থমকে দিয়েছিল ভারতীয়দের।
প্রতিবেদনে বলা হয়, ভানোয়ারলাল তাঁর আলোড়ন সৃষ্টি করা সিদ্ধান্তটি নিয়েছিলেন ২০১৫ সালে। ডিআর ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানির মালিক হয়েও মানুষের দান করা অর্থে জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
জানা যায়, গুজরাটের আহমেদাবাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক লোকের সামনে জৈন আচার্যের ১০৮তম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভানোয়ারলাল। এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানিও উপস্থিত ছিলেন।
জেন সাধক সুরিশ্বরজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করা ভানোয়ারলালের সন্ন্যাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটি আকস্মিক ছিল না। ১৯৮২ সাল থেকে তিনি বছরের পর বছর ধরে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন বুনে আসছিলেন। জৈন বক্তব্য শুনে এমন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হন তিনি। তিন দশকেরও বেশি সময় পর জীবন বদলে ফেলার মতো বড় সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৪ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগে