বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে