পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ
পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে