পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ
পোষা প্রাণী হারিয়ে যাওয়ার কষ্টটা কেমন তা শুধু যাদের এমন অভিজ্ঞতা হয়েছে তাঁরাই বলতে পারেন। কিন্তু হারিয়ে যাওয়া কোনো প্রাণী যদি এক বছরেরও বেশি সময় পর আবার ফিরে এলে কী অবস্থা হবে বলুন তো! এর মালিকের আনন্দ যে সীমা ছাড়াবে তাতে আর সন্দেহ কী! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়নের এক খামারের একটি বিড়ালের বেলায়।
২০২২ সালে বেবি বু নামের বিড়ালটিকে আনা হয় শ্যাম্পেইনের কার্টিস অরচারড নামের খামারটিতে। ওই বছরের সেপ্টেম্বরেই এটি হারিয়ে যায়।
খামারটির সেক্রেটারি র্যাচেল কভেন্ট্রি বলেন, ‘যদি সে বলতে পারত কী হয়েছে, কোথায় গিয়েছিল? সে কি ভুলবশত কারও গাড়িতে ঢুকে পড়েছিল এবং তারা তাকে রেখে দিয়েছিল? নাকি তাকে ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে গিয়েছিল?’
তবে কথা হলো বিড়ালটি অবশেষে শ্যাম্পেইনে ফিরে এসেছে, নিরাপদ এবং সুস্থ অবস্থায়।
‘দুই সপ্তাহ আগে, আমরা হিউম্যান সোসাইটি থেকে একটি ফোন পেয়েছিলাম। তারা জানায় তাদের কাছে বেবি বু আছে।’ বলেন কভেন্ট্রি।
বেবি বু কার্টিস অরচার্ড পরিবারের একটি অংশ হয়ে পড়েছিল। ওটার বয়স হারানোর সময়ও ছিল একেবারেই কম। ‘আমরা রোমাঞ্চিত। বেবি বু সবার খুব প্রিয় ছিল।’ কভেন্ট্রি বলেন।
তিনি জানান যে রাতে বিড়ালটি নিখোঁজ হয়েছিল, ঠিক কী ঘটে বলতে পারবেন না তাঁরা।
‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তাকে পশু নিয়ন্ত্রকেরা তুলে নিয়েছিল কিংবা কেউ তাকে তাদের কাছে ছেড়ে দিয়েছে কিনা! তাই আমরা কিছুই জানি না।’ বলেন কভেন্ট্রি।
তারা কথা হলো বেবি বু ফিরে এসেছে। বর্তমানে, বেবি বু সামান্য ঠান্ডা লাগা বাদ দিলে সুস্থই আছে। তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সম্পূর্ণ টিকা দেওয়া হচ্ছে। কভেন্ট্রি জানান যে তাদের ইতিমধ্যে একটি পরিবার জানিয়েছে তাঁরা বেবি বুকে দত্তক নিতে আগ্রহী।
সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই), ইয়াহু নিউজ
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৯ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে