প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ।
এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়।
ভিডিওটি ইনস্টাগ্রামে টাইগারস ভিডিও নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দুটি শিশু’। দুই দিন আগে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৩ হাজারের বেশি লাইক এবং শত শত মন্তব্য পড়েছে। ব্যবহারকারীরা আন্তরিক মন্তব্য এবং ভালোবাসার ইমোজি দিয়ে পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’।
এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে।
প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ।
এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়।
ভিডিওটি ইনস্টাগ্রামে টাইগারস ভিডিও নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দুটি শিশু’। দুই দিন আগে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৩ হাজারের বেশি লাইক এবং শত শত মন্তব্য পড়েছে। ব্যবহারকারীরা আন্তরিক মন্তব্য এবং ভালোবাসার ইমোজি দিয়ে পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’।
এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৯ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১১ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৭ দিন আগে