প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ।
এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়।
ভিডিওটি ইনস্টাগ্রামে টাইগারস ভিডিও নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দুটি শিশু’। দুই দিন আগে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৩ হাজারের বেশি লাইক এবং শত শত মন্তব্য পড়েছে। ব্যবহারকারীরা আন্তরিক মন্তব্য এবং ভালোবাসার ইমোজি দিয়ে পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’।
এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে।
প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ।
এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়।
ভিডিওটি ইনস্টাগ্রামে টাইগারস ভিডিও নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দুটি শিশু’। দুই দিন আগে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৩ হাজারের বেশি লাইক এবং শত শত মন্তব্য পড়েছে। ব্যবহারকারীরা আন্তরিক মন্তব্য এবং ভালোবাসার ইমোজি দিয়ে পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’।
এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
১২ ঘণ্টা আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৩ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৪ দিন আগে