সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
১২ ঘণ্টা আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৩ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৪ দিন আগে