জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’
ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।
টুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’
শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।
সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’
ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।
টুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’
শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।
সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
২ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৩ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৫ দিন আগে