অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!
জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’
শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।
রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’
একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’
যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।
অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!
জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’
শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।
রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’
একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’
যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।
স্পেনে ঘটেছে এক আজব কাণ্ড। ছোট্ট এক শিশুকে কোলে বসিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছেন বাবা, তার সঙ্গে আবার বিয়ারের গ্লাসও ধরিয়ে দেওয়া হচ্ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রীতিমতো ঝড় উঠেছে। পুলিশও এখন হন্যে হয়ে খুঁজছে সেই বাবাকে।
৮ ঘণ্টা আগেপ্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
৩ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৫ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৬ দিন আগে