একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ জাহাজকে বিলাসবহুল এক ভিলায় রূপান্তর করে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছেন এক রুশ ধনকুবের। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন এমন এক ভিলায় থাকার সুযোগ পেলে বর্তে যাবেন। আজব এই ভিলার দেখা পাবেন ইন্দোনেশিয়ার বালির মনোমুগ্ধকর নায়াং নায়াং পাহাড়ে।
শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে বেশ সক্রিয়। এক কোটির বেশি অনুসরণকারীর জন্য নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আকর্ষণীয় বিষয়ে পোস্ট দেন। শনিবার তিনি একটি বাণিজ্যিক বিমানকে একটি ভিলায় পরিণত করেছেন এমন একজন ব্যক্তির একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেন। রুশ উদ্যোক্তা ফেলিক্স ডেমিন হিসেবে তাঁকে শনাক্ত করা গেছে। তিনি একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে বিলাসবহুল প্রাইভেট ভিলায় রূপান্তরিত করেছেন। যেখানে দুটি বেডরুম, ভারত মহাসাগরের দৃশ্যসহ একটি ইনফিনিটি পুল এবং একটি চত্বর রয়েছে।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘কিছু লোক এতটাই ভাগ্যবান যে তাদের কল্পনাকে বাস্তবে রূপান্তর করতে সক্ষম হন। এই ব্যক্তি তার কল্পনার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে বলে মনে হয় না। আমি কখনো এখানে থাকার বুকিং দিতে আগ্রহী হব কিনা তা ভাবছিলাম। কিন্তু আমি এই অভিজ্ঞতার পরে জেট ল্যাগ নিয়ে কিছুটা চিন্তিত।’ মাহিন্দ্রা এক্সে লিখেন। ভিডিওতে মি. ডেমিনকে উড়োজাহাজ-ভিলাতে ভার্চুয়াল ট্যুর দিতে দেখা যায়।
ভেতরে একটি বারসহ একটি বসার ঘর চোখে পড়ে। সেখানে একটি সোফা-বিছানা এবং একটি কাচের প্রবেশপথের দেখা মেলে। বিশাল আলমারিসহ দুটি বেডরুম রয়েছে। ককপিটটিকে একটি বড় বাথরুমে রূপান্তরিত করা হয়েছে। এতে চমৎকার দুটি লাউঞ্জও রয়েছে।
সিএনএন জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ডেমিন ২০২১ সালে কিনেছিলেন এবং দুর্গম স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । ২০২৩ সালে এর দুয়ার খোলা হয়। দ্রুত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও বিলাসবহুল থাকার জায়গা গুলির মধ্যে জায়গা করে নেয় এটি।
এক্স ব্যবহারকারীদের কমেন্টে অনন্য এই ভিলার প্রতি মুগ্ধতা চাখে পড়ে। অনেকেই বলেন যে তারা এটিতে থাকার সুযোগ পেলে খুশি হবেন। এই প্রাইভেট জেট ভিলা ভাড়াও নেওয়া যায়।
একজন ব্যবহারকারী বলেন, ‘অতি বিলাসবহুল এক জীবন এটি।’ অন্যরা একে ‘অসাধারণ’, ‘আশ্চর্যজনক’ এমন নানান বিশেষণ দিয়েছেন।
অন্য একজন বলেন, ‘আপনার কল্পনাকে জাগিয়ে তোলে এমন একটি জায়গায় থাকার কথা ভাবতে পারেন! জেট ল্যাগ একটি উদ্বেগের কারণ হতে পারে! কিন্তু এ ধরনের একটি অনন্য অভিজ্ঞতার জন্য এটি কিছুই না। বাস্তবে ফিরে আসার আগে তাতে খাপ খাওয়ানোর জন্য হয়তো কিছু অতিরিক্ত সময় পরিকল্পনা করতে হবে।’
একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ জাহাজকে বিলাসবহুল এক ভিলায় রূপান্তর করে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছেন এক রুশ ধনকুবের। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন এমন এক ভিলায় থাকার সুযোগ পেলে বর্তে যাবেন। আজব এই ভিলার দেখা পাবেন ইন্দোনেশিয়ার বালির মনোমুগ্ধকর নায়াং নায়াং পাহাড়ে।
শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে বেশ সক্রিয়। এক কোটির বেশি অনুসরণকারীর জন্য নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আকর্ষণীয় বিষয়ে পোস্ট দেন। শনিবার তিনি একটি বাণিজ্যিক বিমানকে একটি ভিলায় পরিণত করেছেন এমন একজন ব্যক্তির একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেন। রুশ উদ্যোক্তা ফেলিক্স ডেমিন হিসেবে তাঁকে শনাক্ত করা গেছে। তিনি একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে বিলাসবহুল প্রাইভেট ভিলায় রূপান্তরিত করেছেন। যেখানে দুটি বেডরুম, ভারত মহাসাগরের দৃশ্যসহ একটি ইনফিনিটি পুল এবং একটি চত্বর রয়েছে।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘কিছু লোক এতটাই ভাগ্যবান যে তাদের কল্পনাকে বাস্তবে রূপান্তর করতে সক্ষম হন। এই ব্যক্তি তার কল্পনার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে বলে মনে হয় না। আমি কখনো এখানে থাকার বুকিং দিতে আগ্রহী হব কিনা তা ভাবছিলাম। কিন্তু আমি এই অভিজ্ঞতার পরে জেট ল্যাগ নিয়ে কিছুটা চিন্তিত।’ মাহিন্দ্রা এক্সে লিখেন। ভিডিওতে মি. ডেমিনকে উড়োজাহাজ-ভিলাতে ভার্চুয়াল ট্যুর দিতে দেখা যায়।
ভেতরে একটি বারসহ একটি বসার ঘর চোখে পড়ে। সেখানে একটি সোফা-বিছানা এবং একটি কাচের প্রবেশপথের দেখা মেলে। বিশাল আলমারিসহ দুটি বেডরুম রয়েছে। ককপিটটিকে একটি বড় বাথরুমে রূপান্তরিত করা হয়েছে। এতে চমৎকার দুটি লাউঞ্জও রয়েছে।
সিএনএন জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ডেমিন ২০২১ সালে কিনেছিলেন এবং দুর্গম স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । ২০২৩ সালে এর দুয়ার খোলা হয়। দ্রুত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও বিলাসবহুল থাকার জায়গা গুলির মধ্যে জায়গা করে নেয় এটি।
এক্স ব্যবহারকারীদের কমেন্টে অনন্য এই ভিলার প্রতি মুগ্ধতা চাখে পড়ে। অনেকেই বলেন যে তারা এটিতে থাকার সুযোগ পেলে খুশি হবেন। এই প্রাইভেট জেট ভিলা ভাড়াও নেওয়া যায়।
একজন ব্যবহারকারী বলেন, ‘অতি বিলাসবহুল এক জীবন এটি।’ অন্যরা একে ‘অসাধারণ’, ‘আশ্চর্যজনক’ এমন নানান বিশেষণ দিয়েছেন।
অন্য একজন বলেন, ‘আপনার কল্পনাকে জাগিয়ে তোলে এমন একটি জায়গায় থাকার কথা ভাবতে পারেন! জেট ল্যাগ একটি উদ্বেগের কারণ হতে পারে! কিন্তু এ ধরনের একটি অনন্য অভিজ্ঞতার জন্য এটি কিছুই না। বাস্তবে ফিরে আসার আগে তাতে খাপ খাওয়ানোর জন্য হয়তো কিছু অতিরিক্ত সময় পরিকল্পনা করতে হবে।’
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৩ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৭ দিন আগে