অনলাইন ডেস্ক
পরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গতকাল সোমবার এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। পুলিশের ধারণা, এই কঙ্কাল ১০ বছর আগে মারা যাওয়া আমির খানের। নমপল্লি এলাকায় অবস্থিত ওই বাড়ি মুনির খান নামের এক ব্যক্তির। বাড়ির ভেতর থেকে একটি পুরোনো নকিয়া মোবাইল ফোন এবং বাতিল করা পুরোনো মুদ্রা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুনির খানের ১০ সন্তান। তাঁর তৃতীয় ছেলে আমির একাই ওই বাড়িতে থাকতেন, অন্যরা অন্যত্র সরে যান অনেক আগেই।
গতকাল সোমবার এক ভিডিওর সূত্রে বিষয়টি সামনে আসে। স্থানীয় এক বাসিন্দা ক্রিকেট বল আনতে ওই বাড়িতে ঢুকে ভিডিওটি ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, একজন মানুষের কঙ্কাল উপুড় হয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে আছে। আশপাশে বেশ কিছু রান্নার হাঁড়িপাতিল ও অন্যান্য সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
এনডিটিভিকে স্থানীয় সহকারী পুলিশ কমিশনার (এসিপি) কিষান কুমার বলেন, মোবাইল ফোনটির ব্যাটারি তখন ডেড অবস্থায় ছিল। তবে ফোনটির সূত্রেই মনে করা হচ্ছে এটি আমির খানের দেহাবশেষ। ফোনটি মেরামতের পর দেখা যায়, ২০১৫ সালে ৮৪টি মিসড কল রয়েছে ফোন লগে।
কিষান কুমার বলেন, ‘ওই ব্যক্তি সম্ভবত অবিবাহিত, বয়স আনুমানিক ৫০, মানসিকভাবে অস্থিরও থাকতে পারেন। তিনি কয়েক বছর আগেই মারা গেছেন, এমনকি হাড়গুলোও ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল। আমরা কোনো রকম লড়াই বা রক্তপাতের চিহ্ন পাইনি। সম্ভবত স্বাভাবিক মৃত্যু হয়েছিল তার।’
পুলিশের এই এসিপি আরও বলেন, ‘তাঁর মৃত্যু ১০ বছর আগেই হয়ে থাকতে পারে। দেখা যাচ্ছে, তার কোনো ভাইবোন বা পরিচিত কেউ খোঁজ নেননি তাঁর।’ তিনি আরও জানান, ফোন ছাড়াও একটি বালিশের নিচ থেকে বাতিল পুরোনো টাকা উদ্ধার হয়েছে। এই নোটগুলো অবশ্য ২০১৬ সালের—‘নোটবন্দী বা ১০০০ রুপির নোট বাতিলের আইন’—আগেই তার মৃত্যু হয়েছিল বলে আমাদের অনুমান। আমির খানের ছোট ভাই শাদাব কঙ্কালের পাশে পাওয়া একটি আংটির এবং একটি শর্টসের মাধ্যমে মৃত ব্যক্তিকে শনাক্ত করেন বলে জানান এসিপি।
সোমবার অপরাধস্থলে তদন্ত ও আলামত সংগ্রহে বিশেষায়িত ‘ক্লুজ’ (CLUES) দলের সদস্যরা ওই বাড়ি পরিদর্শন করেন এবং নমুনা সংগ্রহ করেন। কঙ্কাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, যাতে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়।
পরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গতকাল সোমবার এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। পুলিশের ধারণা, এই কঙ্কাল ১০ বছর আগে মারা যাওয়া আমির খানের। নমপল্লি এলাকায় অবস্থিত ওই বাড়ি মুনির খান নামের এক ব্যক্তির। বাড়ির ভেতর থেকে একটি পুরোনো নকিয়া মোবাইল ফোন এবং বাতিল করা পুরোনো মুদ্রা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুনির খানের ১০ সন্তান। তাঁর তৃতীয় ছেলে আমির একাই ওই বাড়িতে থাকতেন, অন্যরা অন্যত্র সরে যান অনেক আগেই।
গতকাল সোমবার এক ভিডিওর সূত্রে বিষয়টি সামনে আসে। স্থানীয় এক বাসিন্দা ক্রিকেট বল আনতে ওই বাড়িতে ঢুকে ভিডিওটি ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, একজন মানুষের কঙ্কাল উপুড় হয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে আছে। আশপাশে বেশ কিছু রান্নার হাঁড়িপাতিল ও অন্যান্য সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
এনডিটিভিকে স্থানীয় সহকারী পুলিশ কমিশনার (এসিপি) কিষান কুমার বলেন, মোবাইল ফোনটির ব্যাটারি তখন ডেড অবস্থায় ছিল। তবে ফোনটির সূত্রেই মনে করা হচ্ছে এটি আমির খানের দেহাবশেষ। ফোনটি মেরামতের পর দেখা যায়, ২০১৫ সালে ৮৪টি মিসড কল রয়েছে ফোন লগে।
কিষান কুমার বলেন, ‘ওই ব্যক্তি সম্ভবত অবিবাহিত, বয়স আনুমানিক ৫০, মানসিকভাবে অস্থিরও থাকতে পারেন। তিনি কয়েক বছর আগেই মারা গেছেন, এমনকি হাড়গুলোও ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল। আমরা কোনো রকম লড়াই বা রক্তপাতের চিহ্ন পাইনি। সম্ভবত স্বাভাবিক মৃত্যু হয়েছিল তার।’
পুলিশের এই এসিপি আরও বলেন, ‘তাঁর মৃত্যু ১০ বছর আগেই হয়ে থাকতে পারে। দেখা যাচ্ছে, তার কোনো ভাইবোন বা পরিচিত কেউ খোঁজ নেননি তাঁর।’ তিনি আরও জানান, ফোন ছাড়াও একটি বালিশের নিচ থেকে বাতিল পুরোনো টাকা উদ্ধার হয়েছে। এই নোটগুলো অবশ্য ২০১৬ সালের—‘নোটবন্দী বা ১০০০ রুপির নোট বাতিলের আইন’—আগেই তার মৃত্যু হয়েছিল বলে আমাদের অনুমান। আমির খানের ছোট ভাই শাদাব কঙ্কালের পাশে পাওয়া একটি আংটির এবং একটি শর্টসের মাধ্যমে মৃত ব্যক্তিকে শনাক্ত করেন বলে জানান এসিপি।
সোমবার অপরাধস্থলে তদন্ত ও আলামত সংগ্রহে বিশেষায়িত ‘ক্লুজ’ (CLUES) দলের সদস্যরা ওই বাড়ি পরিদর্শন করেন এবং নমুনা সংগ্রহ করেন। কঙ্কাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, যাতে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়।
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
৩ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৪ দিন আগে