৫ হাজার ডলার চুরির অভিযোগে এক লোককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। তবে লোকটাকে তল্লাশি করতে গিয়েই চমকে উঠল তারা। লোকটির জ্যাকেটের পকেটে শরীর গুটিয়ে শুয়ে আছে ছোট্ট, আদুরে এক কুকুরছানা।
ঘটনাটি ১৬ জানুয়ারির, মিশিগান অঙ্গরাজ্যের ম্যাকম্ব কাউন্টির রোজভেলের। ডেট্রয়েটের শহরতলি বলতে পারেন একে। ব্যাংকের এক গ্রাহকের ৫ হাজার ২০০ ডলারের মতো অর্থ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ২৪ বছর বয়স্ক এক তরুণকে। এ সময় তাঁর জ্যাকেটের পকেটে আনুমানিক পাঁচ সপ্তাহ বয়সের কুকুরছানাটি দেখতে পায় পুলিশ। পরে এটিকে সাময়িকভাবে তুলে দেওয়া হয় ম্যাকম্ব কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল কর্তৃপক্ষের হাতে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
সেখানকার এক কর্মচারী ব্লু নোজ পিটবুল জাতের কুকুরের বাচ্চাটির নাম দেন ব্যান্ডিট। অবশ্য এর মালিক জেলখানা থেকে ছাড়া পেলে লোকটির কাছে ফিরিয়ে দেওয়া হয় একে। ম্যাকম্ব কাউন্টির চিফ অ্যানিমেল কন্ট্রোল অফিসার জেফ রেনডাজ্জো জানান, পরে তাঁরা আবিষ্কার করেন, কুকুরছানাটির সত্যিকারের নাম ফ্র্যাপি।
রেনডাজ্জো ডেট্রয়েট ফ্রি প্রেসকে বলেন, তিনি কুকুরটির মালিককে ভ্যাকসিনসহ কুকুরটির জন্য সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।
সন্দেহভাজন চুরির কয়েক ঘণ্টা পরে ফ্র্যাপির মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে এক ব্যক্তির অর্থ চুরির অভিযোগ রয়েছে।
৫ হাজার ডলার চুরির অভিযোগে এক লোককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। তবে লোকটাকে তল্লাশি করতে গিয়েই চমকে উঠল তারা। লোকটির জ্যাকেটের পকেটে শরীর গুটিয়ে শুয়ে আছে ছোট্ট, আদুরে এক কুকুরছানা।
ঘটনাটি ১৬ জানুয়ারির, মিশিগান অঙ্গরাজ্যের ম্যাকম্ব কাউন্টির রোজভেলের। ডেট্রয়েটের শহরতলি বলতে পারেন একে। ব্যাংকের এক গ্রাহকের ৫ হাজার ২০০ ডলারের মতো অর্থ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ২৪ বছর বয়স্ক এক তরুণকে। এ সময় তাঁর জ্যাকেটের পকেটে আনুমানিক পাঁচ সপ্তাহ বয়সের কুকুরছানাটি দেখতে পায় পুলিশ। পরে এটিকে সাময়িকভাবে তুলে দেওয়া হয় ম্যাকম্ব কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল কর্তৃপক্ষের হাতে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
সেখানকার এক কর্মচারী ব্লু নোজ পিটবুল জাতের কুকুরের বাচ্চাটির নাম দেন ব্যান্ডিট। অবশ্য এর মালিক জেলখানা থেকে ছাড়া পেলে লোকটির কাছে ফিরিয়ে দেওয়া হয় একে। ম্যাকম্ব কাউন্টির চিফ অ্যানিমেল কন্ট্রোল অফিসার জেফ রেনডাজ্জো জানান, পরে তাঁরা আবিষ্কার করেন, কুকুরছানাটির সত্যিকারের নাম ফ্র্যাপি।
রেনডাজ্জো ডেট্রয়েট ফ্রি প্রেসকে বলেন, তিনি কুকুরটির মালিককে ভ্যাকসিনসহ কুকুরটির জন্য সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।
সন্দেহভাজন চুরির কয়েক ঘণ্টা পরে ফ্র্যাপির মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে এক ব্যক্তির অর্থ চুরির অভিযোগ রয়েছে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে