ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
এই জিনসটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরাসি বিলাসপণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড কোপার্নি। এই উদ্ভট ডিজাইনের জিনসের দাম মার্কিন ডলারে মাত্র ৪৪০, তবে বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় মাত্র ৫৩ হাজার ৪৭৬ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি আদৌ মূলধারায় জায়গা করে নিতে পারবে, নাকি এটি কেবলই এক বিতর্কিত ফ্যাশন স্টান্ট?
কোপার্নির এই এক পায়ের জিনসের ডিজাইনটি বেশ অস্বাভাবিক। হাই ওয়েস্ট (যেসব প্যান্ট কোমর থেকে একটু ওপরে পরতে হয়, এমনকি কখনো কখনো তা নাভি পর্যন্ত উঠে যায়) এই প্যান্টটি একদিকে বিচ শর্টসের মতো দেখতে, অন্যদিকে এক পায়ের বুটকাট সিলুয়েট। ব্র্যান্ডটির মতে, এটি ক্ল্যাসিক ডেনিম স্টাইলকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে। তবে এই র্যাডিক্যাল ডিজাইন অনেকের কাছেই হজম করা কঠিন বলে মনে হচ্ছে।
ফ্যাশন ইনফ্লুয়েন্সার ক্রিস্টি সারাহ তাঁর ইনস্টাগ্রামে এই জিনসটি পরিধান করে তাঁর অনুভূতি শেয়ার করেছেন। তিনি একে ‘সম্ভবত ইন্টারনেটে সবচেয়ে বিতর্কিত জিনস’ বলে অভিহিত করেছেন। তাঁর স্বামী ডেসমন্ড জিনসটি দেখেই প্রশ্ন তুলেছেন, ‘এটির এক পা কোথায়?’ এবং মন্তব্য করেছেন, ‘কেউ এটি পরবে না।’
তবে ক্রিস্টি প্রথমে কিছুটা সন্দিহান থাকলেও পরে বলেছেন, ডিজাইনটি যদিও অস্বাভাবিক, তবুও তিনি একেবারে বিরোধী নন। তাঁর মতে, জিনসটি একটু ছোট এবং তাঁর পছন্দের সাইজটি বড় হলে ভালো হতো।
অ্যামি অ্যাওয়ার্ডজয়ী স্টাইলিস্ট কারসন ক্রেসলি, যিনি ‘রুপল’স ড্র্যাগ রেস’ এবং ‘কিউয়ার আই ফর দ্য স্ট্রেইট গাই’—এর জন্য পরিচিত তিনি এই ট্রেন্ড নিয়ে মজা করে বলেছেন, ‘আশা করি এই ট্রেন্ডটি ব্যর্থ হবে এবং এর কোনো ভিত্তি থাকবে না। আমি আশা করি এগুলো সব সময় ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হবে!’ তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, ফ্যাশন এক্সপার্টরাও এই উদ্ভট ডিজাইনের প্রতি বিশেষ আস্থা রাখছেন না।
ক্রিস্টির ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই এক পায়ের জিনস নিয়ে তাদের মতামত দিতে ছাড়েননি। এক ব্যবহারকারী বলেছেন, ‘এখন পর্যন্ত এটি আমার দেখা সবচেয়ে বোকামিপূর্ণ বস্তু।’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘ডিজাইনাররা হতাশ হয়ে পড়ছে। আমি ভেবেছিলাম ইলেকট্রিক্যাল টেপের পোশাকই সবচেয়ে খারাপ।’ আবার কেউ কেউ মজা করে বলেছেন, ‘এগুলো হয়তো কোনো অঙ্গহানি হওয়া কাপড়চোপড়ের বাজারে বিক্রি হবে।’
তবে কোপার্নিই একমাত্র ব্র্যান্ড নয়, যারা এ ধরনের ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। গত শরতে বোটেগা ভেনেটা এবং লুই ভিতোঁও একই ধরনের স্টাইল চালু করেছিল। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সত্ত্বেও, কোপার্নির এক পায়ের জিনসটি বেশ হিট হয়েছে এবং এর স্টক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
ফ্যাশন সব সময়ই বিতর্কের জন্ম দেয়। কখনো তা গ্রহণযোগ্য হয়, কখনো বা নয়। এক পায়ের জিনস নিয়ে বিতর্কও সেই ধারাবাহিকতারই অংশ। এটি কি ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি শুধুই একটি উদ্ভট ট্রেন্ড হিসেবেই থেকে যাবে—তা সময়ই বলবে। তবে এ কথা নিশ্চিত, ফ্যাশন জগৎ সব সময়ই আমাদের চমকে দেওয়ার জন্য প্রস্তুত!
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
এই জিনসটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরাসি বিলাসপণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড কোপার্নি। এই উদ্ভট ডিজাইনের জিনসের দাম মার্কিন ডলারে মাত্র ৪৪০, তবে বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় মাত্র ৫৩ হাজার ৪৭৬ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি আদৌ মূলধারায় জায়গা করে নিতে পারবে, নাকি এটি কেবলই এক বিতর্কিত ফ্যাশন স্টান্ট?
কোপার্নির এই এক পায়ের জিনসের ডিজাইনটি বেশ অস্বাভাবিক। হাই ওয়েস্ট (যেসব প্যান্ট কোমর থেকে একটু ওপরে পরতে হয়, এমনকি কখনো কখনো তা নাভি পর্যন্ত উঠে যায়) এই প্যান্টটি একদিকে বিচ শর্টসের মতো দেখতে, অন্যদিকে এক পায়ের বুটকাট সিলুয়েট। ব্র্যান্ডটির মতে, এটি ক্ল্যাসিক ডেনিম স্টাইলকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে। তবে এই র্যাডিক্যাল ডিজাইন অনেকের কাছেই হজম করা কঠিন বলে মনে হচ্ছে।
ফ্যাশন ইনফ্লুয়েন্সার ক্রিস্টি সারাহ তাঁর ইনস্টাগ্রামে এই জিনসটি পরিধান করে তাঁর অনুভূতি শেয়ার করেছেন। তিনি একে ‘সম্ভবত ইন্টারনেটে সবচেয়ে বিতর্কিত জিনস’ বলে অভিহিত করেছেন। তাঁর স্বামী ডেসমন্ড জিনসটি দেখেই প্রশ্ন তুলেছেন, ‘এটির এক পা কোথায়?’ এবং মন্তব্য করেছেন, ‘কেউ এটি পরবে না।’
তবে ক্রিস্টি প্রথমে কিছুটা সন্দিহান থাকলেও পরে বলেছেন, ডিজাইনটি যদিও অস্বাভাবিক, তবুও তিনি একেবারে বিরোধী নন। তাঁর মতে, জিনসটি একটু ছোট এবং তাঁর পছন্দের সাইজটি বড় হলে ভালো হতো।
অ্যামি অ্যাওয়ার্ডজয়ী স্টাইলিস্ট কারসন ক্রেসলি, যিনি ‘রুপল’স ড্র্যাগ রেস’ এবং ‘কিউয়ার আই ফর দ্য স্ট্রেইট গাই’—এর জন্য পরিচিত তিনি এই ট্রেন্ড নিয়ে মজা করে বলেছেন, ‘আশা করি এই ট্রেন্ডটি ব্যর্থ হবে এবং এর কোনো ভিত্তি থাকবে না। আমি আশা করি এগুলো সব সময় ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হবে!’ তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, ফ্যাশন এক্সপার্টরাও এই উদ্ভট ডিজাইনের প্রতি বিশেষ আস্থা রাখছেন না।
ক্রিস্টির ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই এক পায়ের জিনস নিয়ে তাদের মতামত দিতে ছাড়েননি। এক ব্যবহারকারী বলেছেন, ‘এখন পর্যন্ত এটি আমার দেখা সবচেয়ে বোকামিপূর্ণ বস্তু।’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘ডিজাইনাররা হতাশ হয়ে পড়ছে। আমি ভেবেছিলাম ইলেকট্রিক্যাল টেপের পোশাকই সবচেয়ে খারাপ।’ আবার কেউ কেউ মজা করে বলেছেন, ‘এগুলো হয়তো কোনো অঙ্গহানি হওয়া কাপড়চোপড়ের বাজারে বিক্রি হবে।’
তবে কোপার্নিই একমাত্র ব্র্যান্ড নয়, যারা এ ধরনের ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। গত শরতে বোটেগা ভেনেটা এবং লুই ভিতোঁও একই ধরনের স্টাইল চালু করেছিল। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সত্ত্বেও, কোপার্নির এক পায়ের জিনসটি বেশ হিট হয়েছে এবং এর স্টক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
ফ্যাশন সব সময়ই বিতর্কের জন্ম দেয়। কখনো তা গ্রহণযোগ্য হয়, কখনো বা নয়। এক পায়ের জিনস নিয়ে বিতর্কও সেই ধারাবাহিকতারই অংশ। এটি কি ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি শুধুই একটি উদ্ভট ট্রেন্ড হিসেবেই থেকে যাবে—তা সময়ই বলবে। তবে এ কথা নিশ্চিত, ফ্যাশন জগৎ সব সময়ই আমাদের চমকে দেওয়ার জন্য প্রস্তুত!
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৩ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৭ দিন আগে