ল–র–ব–য–হ ডেস্ক
ওয়ারেন এডওয়ার্ড বাফেটকে বিংশ শতাব্দীর সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে ধরা হয়। এ মার্কিন নাগরিক একাধারে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষীও। ৩ বছর আগেও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বাফেটের বর্তমান সম্পত্তি ১০৪ বিলিয়ন ডলার। এই শীর্ষ ধনীর আজ ৯১ তম জন্মদিন।
ওয়ারেন বাফেট ছোটবেলায় বাবার দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন। বিক্রি করেছেন ওয়াশিংটন পোস্ট ও টাইমস হেরাল্ড পত্রিকা। এ কাজ করে জমানো ১২০ ডলার দিয়ে তিনটি শেয়ার কেনেন। ১১ বছর বয়সে এভাবেই ব্যবসার শুরু। ১৬ বছরের মধ্যেই হয়ে যান ৫৩ হাজার ডলারের মালিক।
মাধ্যমিকের ছাত্র থাকাকালে তিনি এক বন্ধুকে নিয়ে ২৫ ডলারে একটি ব্যবহৃত পিন বল মেশিন কিনে স্থানীয় নাপিতের দোকানে রেখেছিলেন। এ মেশিনের লাভ থেকে কয়েক মাসেই কয়েকটি মেশিন কিনে তিনটি দোকানে বসিয়ে দেন। তবে তাঁর বিপুল সম্পত্তির ৯৪ শতাংশই উপার্জিত হয়েছে ৬০ বছরের পরে।
এত সম্পত্তির মালিক হলেও বাফেটের জীবনযাপন খুবই সাদামাটা। ১৯৫৮ সাল থেকে ছোট একটি বাড়িতে বাস করছেন বাফেট। দিনের ৮০ ভাগ সময়ই কাটান বই পড়ে। তাঁর খাদ্যাভ্যাস ৬ বছর বয়সী শিশুর মতো। ৬ বছর বয়সীদের মৃত্যুহার কম হওয়ায় তিনি এই অভ্যাস গড়ে তুলেছেন বলে ধারণা অনেকের। তাঁর কাছে স্মার্টফোনের চেয়ে বেশি পছন্দ নকিয়া ফ্লিপ ফোন।
বাফেট তাঁর বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের কর্মীদের জন্য প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এ কর্মীদের প্রতি বছর ১ মিলিয়ন ডলার দিয়ে থাকেন। নিজ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক স্টকের ৮৫ শতাংশ দান করেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনেরও একজন বড় দাতা বাফেট। প্রতি রোববার কয়েকজন বাচ্চা নিয়ে ডেইরি কুইন পরিদর্শন করে তিনি বিপুল আনন্দ পান।
ওয়ারেন এডওয়ার্ড বাফেটকে বিংশ শতাব্দীর সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে ধরা হয়। এ মার্কিন নাগরিক একাধারে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষীও। ৩ বছর আগেও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বাফেটের বর্তমান সম্পত্তি ১০৪ বিলিয়ন ডলার। এই শীর্ষ ধনীর আজ ৯১ তম জন্মদিন।
ওয়ারেন বাফেট ছোটবেলায় বাবার দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন। বিক্রি করেছেন ওয়াশিংটন পোস্ট ও টাইমস হেরাল্ড পত্রিকা। এ কাজ করে জমানো ১২০ ডলার দিয়ে তিনটি শেয়ার কেনেন। ১১ বছর বয়সে এভাবেই ব্যবসার শুরু। ১৬ বছরের মধ্যেই হয়ে যান ৫৩ হাজার ডলারের মালিক।
মাধ্যমিকের ছাত্র থাকাকালে তিনি এক বন্ধুকে নিয়ে ২৫ ডলারে একটি ব্যবহৃত পিন বল মেশিন কিনে স্থানীয় নাপিতের দোকানে রেখেছিলেন। এ মেশিনের লাভ থেকে কয়েক মাসেই কয়েকটি মেশিন কিনে তিনটি দোকানে বসিয়ে দেন। তবে তাঁর বিপুল সম্পত্তির ৯৪ শতাংশই উপার্জিত হয়েছে ৬০ বছরের পরে।
এত সম্পত্তির মালিক হলেও বাফেটের জীবনযাপন খুবই সাদামাটা। ১৯৫৮ সাল থেকে ছোট একটি বাড়িতে বাস করছেন বাফেট। দিনের ৮০ ভাগ সময়ই কাটান বই পড়ে। তাঁর খাদ্যাভ্যাস ৬ বছর বয়সী শিশুর মতো। ৬ বছর বয়সীদের মৃত্যুহার কম হওয়ায় তিনি এই অভ্যাস গড়ে তুলেছেন বলে ধারণা অনেকের। তাঁর কাছে স্মার্টফোনের চেয়ে বেশি পছন্দ নকিয়া ফ্লিপ ফোন।
বাফেট তাঁর বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের কর্মীদের জন্য প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এ কর্মীদের প্রতি বছর ১ মিলিয়ন ডলার দিয়ে থাকেন। নিজ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক স্টকের ৮৫ শতাংশ দান করেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনেরও একজন বড় দাতা বাফেট। প্রতি রোববার কয়েকজন বাচ্চা নিয়ে ডেইরি কুইন পরিদর্শন করে তিনি বিপুল আনন্দ পান।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
২ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৭ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৮ দিন আগে