অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
১৮ ঘণ্টা আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
২ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
৩ দিন আগেভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করে এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করে। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ...
৫ দিন আগে