যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৫ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগে