জরাজীরর্ণ গুদামে পুলিশ ব্যারাক
নরসিংদীর মনোহরদী থানা-পুলিশের ব্যারাক চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জরাজীর্ণ একটি পরিত্যক্ত গুদামঘরে। এই গুদামঘর যেকোনো সময় ধসে পড়ে ক্ষতি হতে পারে ব্যাপক জানমালের। মনোহরদী থানা বলছে, আগামী ডিসেম্বরে থানার সার্বিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর হবে।