Ajker Patrika

জরাজীরর্ণ গুদামে পুলিশ ব্যারাক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২: ১২
জরাজীরর্ণ গুদামে পুলিশ ব্যারাক

নরসিংদীর মনোহরদী থানা-পুলিশের ব্যারাক চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জরাজীর্ণ একটি পরিত্যক্ত গুদামঘরে। এই গুদামঘর যেকোনো সময় ধসে পড়ে ক্ষতি হতে পারে ব্যাপক জানমালের। মনোহরদী থানা বলছে, আগামী ডিসেম্বরে থানার সার্বিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর হবে।

মনোহরদী থানা সূত্রে জানা গেছে, নতুন করে ভবন নির্মাণের জন্য থানার নিজস্ব ভবনটি বছর সাতেক আগে ভাঙা হয়। এরপর থানার কার্যক্রম অব্যাহত রাখতে মনোহরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ভাড়া নেওয়া হয়। আর পুলিশ ব্যারাকটিও তখন অস্থায়ীভাবে স্থানান্তর করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের বিএডিসির একটি পরিত্যক্ত সারের গুদামে। ওই গুদামঘরটি প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত ছিল।

অস্থায়ী ওই ব্যারাকে গেলে দেখা যায়, তার বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ। অন্যদিকে মনোহরদী থানার নিজস্ব জায়গায় নিজস্ব ভবনটির নির্মাণকাজ রয়েছে শেষের দিকে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আগামী ডিসেম্বরে থানার নিজস্ব জায়গায় নির্মিত ভবন উদ্বোধন হতে পারে। তখন পুলিশ ব্যারাকসহ সব সমস্যারই সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত