সেগুনবাগিচা কাঁচাবাজার সংলগ্ন জামে মসজিদে বিখ্যাত থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর
সেই দুনিয়ায় ঢোকার টিকিটের দাম উৎসাহীদের হাতের নাগালেই থাকত। সেখানে অন্তত ছিল না ধনী-গরিবের ভেদাভেদ। প্রজাপতি তার রঙিন পাখা দেখাত যৎসামান্য দর্শনীর বিনিময়ে। পাঁচ দশকের বেশি সময় গড়ালেও জাদুকর তাঁর প্রজাপতির দর্শনী কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আকাশে চড়াননি। সেই জাদুকর ছিলেন কাজী আনোয়ার হোসেন।