সাগরের পানির নিচে রেস্তোরাঁ
কল্পনা করুন তো সাগরের নিচে চমৎকার একটি রেস্তোরাঁয় বসে আছেন আপনি। নানা ধরনের সি ফুড খেতে খেতে উপভোগ করছেন সাগরের আশ্চর্য সৌন্দর্য। কখনো মাছের ঝাঁক প্রায় আপনার পাশ ঘেঁষেই চলে যাচ্ছে। আপনার এবং সাগরজলের ব্যবধান বলতে কাচের দেয়াল। এবার বাস্তবে ফিরে আসুন, সত্যি সাগরতলের এমন আশ্চর্য রেস্তোরাঁ আছে।