মারামারিতে পণ্ড হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ
সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এর আনুষ্ঠানিক ঘোষণার পর শোবিজ তারকারা বলছিলেন, এটা স্রেফ ফান, ফুর্তি, গেট টুগেদার। তবে মাঠে নামার পর বদলে যায় পরিস্থিতি। খেলার মাঠে তারকারা এতটাই সিরিয়াস হয়ে গেলেন যে একপর্যায়ে খেলা রূপ নিল হাতাহাতি, মারামারিতে। আহত হয়ে অনেককে হাসপাতালেও যেতে হলো। এমনকি খেলার মাঠে বাই