ভ্যাট ফাঁকি দেওয়ায় ৩৯ লাখ টাকার জর্দা জব্দ
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হালিশহর শাখাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ জর্দা জব্দ করা হয়। আটককৃত জর্দার ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটককৃত জর্দার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা