শাকিরাকে ঠকানো পিকে বার্সা সভাপতির চোখে ‘ভালো মানুষ’
শাকিরা সঙ্গে বিচ্ছেদ হলেও কেউই কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই পিকের মনোযোগ আবার মাঠের দিকে ফেরাতে চাইছেন লাপোর্তা, ‘সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একদমই কাম্য নয়। এত কম বয়সে সন্তানদের থেকে দূরে থাকা কঠিন। ভক্ত এবং অনুরাগীদের কাছ থেকে ওর সম্মান...