লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও।
কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনো রকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।
কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গত রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার! আমরা জিততে পারিনি।’
পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’
নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম, যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও।
কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনো রকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।
কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গত রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার! আমরা জিততে পারিনি।’
পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’
নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম, যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৪ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩১ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে