হরতাল-অবরোধের প্রভাব: ট্রাকসংকটে বেনাপোলে পণ্য খালাস ব্যাহত
বিএনপি ও সমমনা দলগুলোর একের পর এক হরতাল, অবরোধের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে ট্রাকসংকট সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ে বন্দর থেকে প্রতিদিন ৪৫০ ট্রাক ভারতীয় আমদানি পণ্য খালাস হলেও এখন তা কমে অর্ধেকে নেমেছে।