Ajker Patrika

আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে ভারতের রড পরিবহন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে ভারতের রড পরিবহন শুরু

ভারত ও বাংলাদেশের নৌ প্রটোকল চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে আনা ভারতীয় রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ৭৭ মেট্রিক টন রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা নদীবন্দর থেকে ১ হাজার ৮০ টন রড নিয়ে এমভি নিশাদ-৬ জাহাজটি বাংলাদেশ জলসীমায় ঢোকে গত ১৩ নভেম্বর সন্ধ্যায়।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জ-ভৈরব নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম বলেন, নৌ প্রটোকল চুক্তির আওতায় ১ হাজার ৮০ মেট্রিক টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি নিশাদ-৬ আশুগঞ্জ নদীবন্দরে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড আগরতলা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম আরও বলেন, প্রথম ধাপে ট্রাকে করে প্রায় ৭৭ টন রড আগরতলায় নেওয়া হয়। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিক টনে পাবে ৩৪ টাকা এবং প্রতি মেট্রিক টন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা। তা ছাড়া প্রতিদিন বার্থিং (নোঙর) চার্জ পাবে ৩১৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত