হঠাৎ হাজির প্রেমিক, বিয়ের আসর থেকে উঠে গেল বরপক্ষ
নবম শ্রেণির স্কুলছাত্রীর (১৫) বিয়ের আয়োজন করে পরিবার। তাই সকাল থেকে পুরো বাড়িতে চলছে আত্মীয়-স্বজনদের আনন্দ উল্লাস। দুপুর গড়তেই বরযাত্রী এসে হাজির কনের বাড়িতে। আর এই খবর পৌঁছে যায় প্রেমিক জিহাদের (২১) কানে। মুহূর্তের মধ্যে সে হাজির হয় প্রেমিকার বাড়িতে। আর বিয়ের দাবিতে চিৎকার শুরু করে। তখন বরপক্ষ বিয়ে