Ajker Patrika

বালাগঞ্জে স্কুলের উদ্দেশে বের হওয়া ছাত্রীর লাশ মিলল খালে

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০: ৫৭
বালাগঞ্জে স্কুলের উদ্দেশে বের হওয়া ছাত্রীর লাশ মিলল খালে

সিলেটের বালাগঞ্জে ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে নুরপুর গ্রাম সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সুমাইয়া উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে ও বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সে ১ ভাই ও ১০ বোনের মধ্যে সবার ছোট ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল ও প্রাইভেটের জন্য বুধবার সকাল ৮টার দিকে সুমাইয়া বাড়িতে থেকে বের হয়। স্কুলে বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় সুমাইয়ার মা স্কুলে গিয়ে মেয়েকে পাননি। স্কুল ছুটির পরও সে বাড়ি ফেরেনি। পরে বিকেল ৪টার দিকে স্থানীয়রা খালের ওপরে তার স্কুল ব্যাগ ও জুতা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। খোঁজাখুঁজি করে ঝোপ-জঙ্গল বেষ্টিত খালের ভেতরে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানিয়েছেন, সকালের দিকে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজন চলাচল না করায় ওই এলাকা নির্জন ছিল। ওই সময়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কীভাবে হত্যা করা হয়েছে তা বের করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত